শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
করোনার আতংকে লকডাউনের জেরে আমরা যে যার নিজেদের নিজস্ব দিন যাপন নিয়েই ব্যাস্ত। ঘরবন্দি মানুষজন। কিন্তু এত দিন পথ চলতি এই মানুষজনের দেওয়া নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া খাবারের টুকরো খেয়েই চালিয়ে নিত পথ সারমেয়রা। অথচ আজ মানুষ ঘরবন্দি হওয়ায় অভুক্ত থাকতে হয় অনেক সারমেয়কে।
আরও পড়ুনঃ রক্ত নেই ব্লাড ব্যাঙ্কে, মানবিকতার খাতিরে এগিয়ে এলেন ১ব্যক্তি
তবে আশার কথা আমরা আমাদের নিজেদের নিয়ে চোখ বন্ধ করে থাকলেও এর মধ্যে এমন কিছু মানুষ রয়েছেন যারা এদের কথা ভুলতে পারেন নি। তাই তো লকডাউনের তোয়াক্কা না করেই বাড়ি থেকে এদের জন্য তৈরি করা ব্যাগ ভর্তি আহার সাইকেলে চাপিয়ে নিয়ে বালুরঘাট শহরের শুনসান পথে বসে থাকা পথ সারমেয়দের খাবার বিলি করে বেড়চ্ছেন।
আমরা অনেকেই মুখে অনেক বড় বড় কথা বলে নিজেদের বিরত্ব জাহির করতে ভালবাসি। অথচ এরা নিঃশব্দে নিজেদের অন্তরের টানে এদের বেদনায় কাতর হন। এরাই সমাজের আসল পশুপ্রেমী। যাদের হৃদয় এদের জন্য সব সময় কাঁদে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584