শ্যামল রায়, কালনাঃ
পূর্বস্থলী এক নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে মানবিক পেনশন প্রাপকদের অনুমোদন পত্র তুলে দেয়া হল।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক নিতিশ বালা, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, পূর্ত দপ্তরের কর্মদক্ষ পরিমল দেবনাথ, বিডিও বিশ্বজিৎ রায় প্রমুখ।
আরও পড়ুনঃ এস বি আই পেনশনার্শ অ্যাসোসিয়েশন- এর বিজয়া সম্মিলনী অনুষ্ঠান
অনুষ্ঠানে আইডিও বিশ্বজিৎ রায় জানান যে ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের অধীন মোট ৫৫৬ জনকে মানসিক পেনশনের আওতাভুক্ত করা হয়েছে।প্রত্যেকেই প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা পান।
এদিনকার অনুষ্ঠানে নতুন করে ৩২২ জন প্রাপকের হাতে অনুমোদনপত্র তুলে দেয়া হয়। তারাও আগামী মাস থেকে প্রতি মাসে ১০০০ টাকা করে পেনশন পাবেন বলে জানান হয়।
পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিকের দাবি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই মানবিক পেনশন প্রকল্প টি। সমষ্টি উন্নয়ন আধিকারিক নিতিশ বালা জানিয়েছেন যে এই প্রকল্পে নিয়মিতভাবে প্রাপকরা পেনশন পাবেন এবং কিছুটা হলেও আর্থিক ভাবে উপকৃত হবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584