নিতিন গড়করির মন্তব্যে বিতর্ক তুঙ্গে

0
73

ওয়েবডেস্কঃ

নিতিন গডকরীর মন্তব্য কংগ্রেসের উদ্দেশ্যে , প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে নয় , দাবি বিজেপি মুখপাত্র জিভিএল নরসিমা রাওয়ের ।

কেন্দ্রীয় পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রী তথা বিজেপি নেতা নিতিন গড়করী  রবিবার মুম্বাইয়ের এক অনুষ্ঠানে মন্তব্য করেছিলেন “রাজনীতিবিদরা অনবরত স্বপ্ন দেখান, কিন্তু তা যদি তাঁরা পূরণ করতে না পারেন, জনতা তাঁদের পেটাবে, সেই কারণে, রাখা যাবে, এরকম প্রতিশ্রুতিই দেওয়া উচিত”। অনুষ্ঠানে তাঁর বক্তব্যে তিনি আরও বলেন “আমি তাঁদের মধ্যে নই, যাঁরা এরকম স্বপ্ন দেখান, আমি একশো শতাংশ দায়িত্ব নিয়ে বলি”।

এরপরই কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যকে হাতিয়ার করে বিরোধীরা সোশ্যাল মিডিয়া সহ একাধিক জায়গায় দাবি করেছেন গড়করির এই মন্তব্য প্রধানমন্ত্রী তথা বিজেপির দিকে আঙুল তোলে ।
সোমবার কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির  মন্তব্য প্রসঙ্গে বিজেপি মুখপাত্র জেভিএল নরসিমা রাও দাবি করেন বিরোধীরা নাকি গড়কোড়ির ওই মন্তব্যকে উল্টো ব্যাখ্যা করছেন । তিনি আরো বলেছেন গড়করীর মন্তব্য কংগ্রেসের উদ্দেশ্যেই ।

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে বহুবার এই কেন্দ্রীয় মন্ত্রী কাঠ গড়ায় বসিয়েছেন তাঁর দল বিজেপিকে । যেমন গত বছরের ডিসেম্বরে তিনি মন্তব্য করেছিলেন ” আমি যদি দলের সভাপতি হই আর আমার সংসদ , বিধায়করা যদি কাজ না ,করেন তার জন্য দায়ী কে ? অবশ্যই আমি ! ” যদিও তার সমস্ত বিতর্কিত মন্তব্যে তিনি কারোর নাম না করেই দলকে চাপে ফেলেছেন । আর এদিকে তাঁর মন্তব্য একাধিকবার ফায়দা উঠিয়েছেন বিরোধীরা।

উল্লেখ্য, গত রবিবার প্রজাতন্ত্র দিবসের প্যারেডে যখন প্রধানমন্ত্রীকে দেখা গেল সৌজন্য বিনিময় না করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে এড়িয়ে গেলেন , তখন গডকড়ীকে রাহুল গান্ধীর সাথে বেশ কিছুক্ষণ কথোপকথন করতে দেখা গেল ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here