অমৃতা চন্দ, কোচবিহারঃ
দিনহাটা রেলওয়ে স্টেশনে যাত্রীদের বাইক, সাইকেল রাখার জন্য স্ট্যান্ড থাকলেও কোনও শেড না থাকায় অবিলম্বে শেড দেওয়ার দাবি উঠেছে। স্ট্যান্ডে শেড না থাকার ফলে রোদ-বৃষ্টিতে মোটরবাইক ও সাইকেল রোদে পোড়ে এবং বৃষ্টিতে ভেজে।
দিনহাটা মহকুমার দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা অনেকেই স্টেশনের স্ট্যান্ডে তাদের সাইকেল বা বাইক রেখে চলে যায়। এর জন্য যাত্রীদের ভাড়া গুনতে হলেও রেল কর্তৃপক্ষের থেকে কোনওরকম সুবিধা মেলে না বলে অভিযোগ।
আরও পড়ুনঃ খাদ্য সরবরাহ দফতরের বিরুদ্ধে ধান বিক্রির অভিযোগ চাষিদের
রেলযাত্রীদের কেউ কেউ জানান, অনেক সময় তাদের স্টেশনের নিদির্ষ্ট স্ট্যান্ডে সাইকেল অথবা মোটরবাইক রেখে যেতে হয়। উপরে কোনও শেড না থাকায় রোদ-বৃষ্টিতে তা ভিজতে থাকে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে অবিলম্বে স্ট্যান্ড গড়ে তোলার দাবি জানান তারা।
স্ট্যান্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মী পঙ্কজ চন্দ বলেন, শেড না থাকায় অনেকেই তাদের বাইক বা সাইকেল রেখে যেতে চান না। ফলে তাদেরও নানাভাবে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এ নিয়ে দিনহাটা স্টেশনের আধিকারিক মনীষ ঠাকুর বলেন, স্ট্যান্ডে শেড না থাকার বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের গোচরে আনা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584