নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
আলুচাষ চাষিদের কাছে এক স্বপ্নের চাষ হিসেবে পরিচিত।সারা বছর এই চাষের সময় ভাল ফলন ও উপযুক্ত দাম পাওয়ার আশায় আলু চাষ করেন চাষিরা।এই চাষের আশায় ব্যাংকের ঋণ অতিরিক্ত সুদের হারে দাদনে ছাড়াও পরিবারের মেয়েদের গয়না-গাটি বন্ধক রেখেও আলু চাষ করে থাকেন এ রাজ্যের চাষিরা।দুঃখের বিষয় এবছর চাষীর মাথায় হাত দেওয়ার পরিস্থিতি এসে গেছে।
আরও পড়ুনঃ আলু চাষে জলের চিন্তায় কপালে ভাঁজ চাষীদের
প্রত্যেক বিঘা প্রতি আলু চাষে যা খরচ করেছেন চাষিরা সেই পরিমাণে উপযুক্ত দাম পাচ্ছেন না।ফলে নিদারুণ সংকটে চাষীরা।চাষীদের এই দুরাবস্থায় আন্দোলনে নেমেছে সারা ভারত কৃষক সভা।আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোডে আলুর নায্য মূল্যের দাবীতে ৬০ নং জাতীয় সড়কের উপর আলু ফেলে রাস্তা অবরোধ করল আলু চাষিরা।
এ দিন এই বিক্ষোভে হাজির ছিলেন কয়েক হাজার আলু চাষি।আলু চাষীদের দাবি সরকারকে ন্যায্য মূল্যে আলু ক্রয় করতে হবে।ব্যাংকের ঋণ মুকুব করতে হবে।এ দিন জেলার এক আলু চাষি বিকাশ রায় বলেন,আমরা যে পরিমাণ টাকা এক বিঘা জমিতে চাষের কাজে খরচ করেছি।আলু বিক্রি করে সেই টাকা পাচ্ছি না।আলুর বাজার মূল্য অনেক কমে গেছে,এই পরিস্থিতে সরকার যদি না আমাদের পাশে দাঁড়ায় আমাদের আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584