মোটু পাতলুদের হারিয়ে রাখির বাজার গরম মোদি মমতায়

0
60

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

রাত পোহালেই রাখিবন্ধন উত্‍সব। শুধুমাত্র কলকাতা বা পশ্চিমবঙ্গ নয়, উদ্দীপনা গোটা দেশ জুড়ে। বিশ্বায়নের যুগে দূরে থাকা ভাইয়ের হাতেও বোন পড়িয়ে দিচ্ছেন রাখি। পাড়ায় পাড়ায় স্থায়ী, অস্থায়ী নানা দোকানে হরেক কিসিমের রাখি। মোটু-পাতলু, ডোরেমন, ছোটা ভিমের পাশাপাশি রাখিতে এবার হাজির মোদী-মমতাও।

demand for Modi-Mamata
নিজস্ব চিত্র

আলিপুরদুয়ার বড়বাজারে মোদি ও মমতা রাখি নজর কেড়েছে সকলের। এরপর দু দলের দুই রঙের সুতো।

demand for Modi-Mamata
নিজস্ব চিত্র

রাখি বিক্রেতা সাফ জানালেন, মোদি ও মমতা দুজনের রাখিই ভালো চলছে। প্রতি বছর শ্রাবন মাসের পূর্ণিমার দিন পালন করা হয়। বোনেরা তাদের ভাইদের হাতের কব্জিতে সুন্দর সুন্দর পবিত্র সূতা বেঁধে দেয় যা ‘নিরাপত্তা ও রক্ষা বন্ধন’ চিহ্ন হিসেবে পরিচিত।

demand for Modi-Mamata
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ খড়্গপুরে ‘দিদিকে বলো’ কর্মসূচি

দোকানগুলি সেজে উঠেছে রঙবেরঙের পসরায়। আট থেকে আশি- সব রকম মানুষের পছন্দের রাখি। যূযূধান দুই প্রধান পক্ষ তৃণমূল কংগ্রেস ও বিজেপি-র সারথী মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদির ছবি সহ আকর্ষণীয় রাখিও বিক্রি হচ্ছে এবার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here