গানের মাধ্যমে বেহাল রাস্তা সারাইয়ের দাবি

0
40

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

রাস্তা মেরামতের দাবিতে অভিনব উপায়ে আন্দোলন করল ‘কুমারগ্ৰাম পিপলস ফোরাম’ । আলিপুরদুয়ার জেলার কুমারগ্ৰাম ব্লকের বারবিশা থেকে কুমারগ্ৰাম চা বাগান পর্যন্ত ২৫ কিমি রাস্তা জরাজীর্ণ অবস্থা দীর্ঘদিন থেকে এলাকার বাসিন্দারা রাস্তাটি মেরামতের দাবি জানিয়ে আসছে কিন্তু কোনো সুরাহা হয়নি ।

Demand for road restoration
আন্দোলনকারী। নিজস্ব চিত্র

বৃহস্পতিবার কুমারগ্ৰাম পিপলস ফোরামের সংগঠনের সদস্যৃরা এই রাস্তা মেরামতের দাবিতে কুমারগ্ৰাম থেকে কামাক্ষাগুড়ি অবধি প্রায় ৩০ কিমি পদযাত্রা করল এবং গানের মাধ্যুমে তারা তাদের দাবি তুলে ধরল এবং ৩০ কিমি পদযাত্রা করে এসে তার কামাক্ষাগুড়ি পি ডাব্লু ডি অফিসে এসে এলাকার বাসিন্দাদের সমস্যাব গানের মাধ্যেমে তুলে ধরল ।

Demand for road restoration
নিজস্ব চিত্র

সংগঠনের সদস্য্রা জানান, এতদিন দাবি জানিয়ে এসেও কোনো লাভ হয়নি তাই এবার গানের মাধ্যেমে আমরা আমাদের দাবি তুলে ধরলাম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here