মনিরুল হক,কোচবিহারঃ

জেলা প্রাথমিক সংসদের চেয়ারপার্সন কল্যাণী পোদ্দারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাঁকে গ্রেপ্তারের দাবি জানাল বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘের কোচবিহার জেলা কমিটি।

আজ ওই সংগঠনের পক্ষ থেকে কোচবিহার সাগরদীঘি লাগোয়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সামনে মিছিল করে এসে বিক্ষোভ দেখায় ওই শিক্ষক সংগঠন।

সংগঠনের কোচবিহার জেলা সম্পাদক তপন কুমার ভৌমিক অভিযোগ করে জানান,কোচবিহার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সন কল্যাণী পোদ্দার এতটাই দুর্নীতি করেছেন যে প্রাথমিক শিক্ষা সংসদের নাম পাল্টে দুর্নীতি করার ট্রেনিং সেন্টার নাম দেওয়া উচিত।তিনি ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করেছেন সরকারি এই সংস্থাকে।শিক্ষক নিয়োগ, প্রধান শিক্ষক নিয়োগ,বদলি, শিক্ষারত্ন,নির্মল বিদ্যালয় সব কিছুর ক্ষেত্রেই ব্যাপক দুর্নীতির সাথে যুক্ত রয়েছেন তিনি।অল্প সময়য়ের মধ্যে প্রচুর সম্পত্তি ক্রয় করেছেন বলে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে।

তপন বাবু বলেন,“এমন দুর্নীতি পরায়ণ চেয়ারপার্সনকে আগামী এক মাসের মধ্যে পদচ্যুত করে তাঁকে গ্রেফতার করতে হবে। না হলে তারা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে কোচবিহারে।”
আরও পড়ুনঃ আটদফা দাবিতে চা শ্রমিকদের স্মারকলিপি যুগ্ম শ্রম আধিকারিককে
ওই শিক্ষক সংগঠনের অভিযোগে অবশ্য কল্যাণী পোদ্দারের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি। তবে সম্পত্তি কেনার বিষয়টি ভিত্তিহীন অভিযোগ বলে এর আগেই তিনি জানিয়েছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584