মনিরুল হক, কোচবিহারঃ
পঞ্চায়েত নির্বাচনের আগে ও পরে কোচবিহারের পাণিশালা, ঘুঘুমারী, দেওয়ানহাট, ভেটাগুড়ি, গীতালদহের বিভিন্ন অঞ্চলে একদল দুষ্কৃতি সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। দুষ্কৃতিরা ওই সমস্ত এলাকায় বাড়িঘড় পুড়িয়ে দিচ্ছে, দোকানপাট বন্ধ করে দিচ্ছে, বোমাবাজি, শূন্যে গুলি চালিয়ে লোকজনকে সন্ত্রস্ত করছে, এমনকি হুমকি দিচ্ছে বলেও অভিযোগ। আজ ভোর রাতে কোচবিহার ১ নং ব্লকের পাণিশালা গ্রামে এক তৃণমূল কর্মীর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এদিন ক্ষতিগ্রস্ত তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে দেখা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ। তার অভিযোগ, দুষ্কৃতীদের অত্যাচারের জেরে পাণিশালার প্রায় ৪০ জন ঘর ছাড়া। তাদের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। জমিতে উৎপাদিত ফল লুঠ করা হচ্ছে। দুষ্কৃতীদের গ্রেপ্তারের জন্য তিনি জেলা পুলিশ সুপারকে ব্যবস্থা নেবার কথা বলেছেন।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ বলেন, “পঞ্চায়েত নির্বাচনের আগে ও পরে কোচবিহারের পাণিশালা, ঘুঘুমারী, দেওয়ানহাট, ভেটাগুড়ি, গীতালদহের বিভিন্ন অঞ্চলে একদল দুষ্কৃতি সন্ত্রাস চালাচ্ছে। পাণিশালায় একটি বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আমি সেখানে গিয়েছিলাম। পুলিশ দুষ্কৃতীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে আশা রাখছি।”
আরও পড়ুনঃ সাবধানতার অভাবে মর্মান্তিক মৃত্যু যুবকের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584