সুদীপ পাল,বর্ধমানঃ
পূর্ব বর্ধমানের বর্ধিষ্ণু গ্রাম দেবশালা।দেবশালা পঞ্চায়েতের কাছেই রয়েছে রাইবাঁধ,নতুনবাঁধ সহ একাধিক গ্রাম।পাশেই শিল্পতালুক পানাগড় এবং দুর্গাপুর থাকায় এই গ্রামগুলিতে জনসংখ্যা ক্রমশই বাড়ছে।সেদিকে দৃষ্টি রেখেই এবং এলাকার ছাত্রীদের যাতে পড়াশুনোর অসুবিধে না হয় সেজন্য এলাকার বাসিন্দারা দীর্ঘদিন থেকে একটি বালিকা বিদ্যালয়-এর দাবি জানিয়ে আসছে।এলাকার বাসিন্দা বাসুদেব ঘোষ বলেন, এই এলাকায় একমাত্র স্কুল রয়েছে দেবশালা উচ্চ বিদ্যালয়।
একটি মাত্র বিদ্যালয় হওয়ায় আশেপাশের অঞ্চলের সমস্ত পড়ুয়ারা এখানেই পড়তে আসে।ছাত্রীদের চাপ স্বাভাবিক ভাবেই ক্রমেই বেড়ে চলেছে এই বিদ্যালয়ে।ছাত্রী সংখ্যা যা,তাতে একটি বালিকা বিদ্যালয় ভালো ভাবে স্থাপন করা যায়।এলাকার বাসিন্দাদের বক্তব্য, এই বিষয়টি নিয়ে প্রশাসনের বিভিন্ন মহলে বারবার আবেদন জানানো হয়েছিল কিন্তু কোনো লাভ হয়নি।অথচ ছাত্রীদের জন্য যদি পৃথক একটি বিদ্যালয় স্থাপন করা যায় সেখানে ছাত্রীদের মানসিক এবং বৌদ্ধিক বিকাশ আরো স্পষ্টভাবে হবে বলে ধারণা এলাকাবাসীর। দেবশালা পঞ্চায়েতের প্রধান শ্যামল বক্সী বলেন, “বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে দ্রুত যোগাযোগ করে কথা বলা হবে এবং তাঁদের অনুরোধ করা হবে এখানে একটি বালিকা বিদ্যালয় তৈরীর জন্য।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584