সাংসদের কাটা মুন্ডু দাবি করে পোস্টার , চাঞ্চল্য এলাকায়

0
105

শুভেন্দু হাওলাদার,পূর্ব মেদিনীপুরঃ

সাংসদ দিব্যেন্দুর অধিকারী মুন্ডু চাই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ালো হলদিয়ায়।তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর মুন্ডু চাই পোস্টারকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়াল হলদিয়া শহরে। কাগজে লিখে এই পোস্টার লাগানো হয়েছে হলদিয়ার শহরের বিভিন্ন জায়গায়। এই পোস্টার সামনে আসার পর হইচই পড়ে গেছে গোটা শহর জুড়ে। সম্প্রতি কাঁথিতে জেলার বৈঠকে যোগদিতে আসার পর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়িতে হামলার ঘটনা ঘটেছিল। ভাঙচুর করা হয়েছিল সভার হল ঘর। তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর মদতেই তৃণমূলের দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছিল বলে অভিযোগ তুলেছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ঐ দিনের ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই হামলা বলে পাল্টা দাবি করেছিলেন দিব্যেন্দু অধিকারী। কাঁথিতে দিলীপ ঘোষের গাড়িতে হামলার কথা উল্লেখ করেই মুন্ডু চাই পোস্টার লাগানো হয়েছে।

নিজস্ব চিত্র

আর সেই পোস্টারে উল্লেখ রয়েছে বিজেপি যুব মোর্চার নাম। বিষয়টি নজরে আসার পর পুলিশেও অভিযোগ জানিয়েছেন সাংসদ দিব্যেন্দু অধিকারী। দিব্যেন্দু অধিকারী বলেন,যারা রাজনীতিতে নেই মানুষের পাশে নেই তারাই এই সব করে বেড়াচ্ছে। তাছাড়া বিজেপির রাজ্য সভাপতি যে ভাষায় কথা বলে তার ফলে ঐ দলের যুবকরা উদ্দিপিত হয়েছে। বিজেপির জেলা সভাপতি প্রদীপ দাস জানান,এই ঘটনার সঙ্গে বিজেপির যুব মোর্চার কোন যোগ নেই। রাজনৈতিক ভাবে তৃণমূল বিজেপিকে অপদস্থ করার জন্য এই সব করছে।

আরও পড়ুনঃ বিজেপিতে যোগ উত্তর দিনাজপুর জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী সহ বেশ কিছু কংগ্রেস কর্মীর

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here