সুদীপ পাল,বর্ধমানঃ
টিভি অন করলেই তাতে লেখা অতিরিক্ত টাকা দিয়ে চ্যানেল কিনতে হবে।বর্ধমানের বাসিন্দাদের তাই টিভি দেখা হচ্ছে না।সাধারণ চ্যানেল তো চলছেই না,এইচডি চ্যানেল নিয়ে বিড়ম্বনা আরও। আদালত জানিয়ে দিয়েছিল, ট্রাই যে নতুন নির্দেশিকা দিয়েছে তা ফেব্রুয়ারি থেকেই বলবৎ হবে।তবে নির্দেশিকা নিয়ে প্রশ্ন ছিল,যেমন খরচ বাড়বে না কমবে?অনেক গ্রাহকই প্রশ্ন করেন,যদি টাকা দিয়ে চ্যানেল কিনতে হয় তাহলে এত বিজ্ঞাপনই বা দেখতে হবে কেন?সাধারণ গ্রাহকদের বক্তব্য,যেখানে একশো থেকে দেড়শো টাকার মধ্যেই কেবল খরচ হয়ে যেত, নতুন নির্দেশিকায় তাবেড়ে দাঁড়াবে তিনশোরও বেশি।বহু কেবেল টিভি সংস্থার কর্তারা মনে করছেন,এতে মানুষ কেবল টিভিতে বিমুখ হয়ে গিয়ে সরাসরি ডিটিএইচ এর দিকে ঝোঁক বাড়াবে।ফলতো এই পেশার সাথে যারা যুক্ত তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।শুধু তাই নয় একদম শুরুর দিকে ট্রাই নির্দেশ দিয়েছিল,বড় শহরগুলিতে যা দাম থাকবে তার থেকে চ্যানেলের প্যাকেজ অনেক কম দামে গ্রামের দিকে দেওয়া হবে।কিন্তু এখন দেখা যাচ্ছে সবই সমান দাম।দিন এনে দিন খাওয়া মানুষগুলো যে আর কেবল লাইন বহন করতে পারবে না তা পরিষ্কার হয়ে যাচ্ছে।বেসরকারি সংস্থায় কর্মরত প্রদীপ্ত ভুঁই জানান, ‘কাজের চাপে সারাদিন টিভি দেখা হয় না।খেলা দেখতে গিয়ে দেখলাম কোন ছবি আসছে না।পরে খোঁজ নিয়ে জানতে পারি খেলার চ্যানেলগুলি রাখার খরচ অনেক।’
আরও পড়ুনঃ অনিশ্চিত জীবিকা, কৃষিমন্ত্রীর গাড়ি ঘিরে দরবার চুক্তি ভিত্তিক কর্মীদের
কেবল ব্যবসার ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়েছেন কেবল অপারেটররা।যেভাবে দাম বেড়েছে তাতে ডিটিএইচ নিলে গ্রাহকরা লাভবান হওয়ার পাশাপাশি তাঁরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।তার দায় কে নেবে সে প্রশ্ন তুলছেন তাঁরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584