নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
পাখির চোখ ২০২১-র বাংলার বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলে মরিয়া বিজেপি। আর এই স্বপ্ন পূরণে বাংলায় তৃণমুলের বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সাহায্য চাইল রাজ্য বিজেপি।
এই নির্বাচনকে সামনে রেখে বিজেপি ইস্যু করতে চলেছে বাংলায় “রাজনৈতিক হত্যা বাড়ছে, গণতন্ত্র বলে কিছু নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে খারাপ হচ্ছে।” এই কয়েকটি বিষয়।
আরও পড়ুনঃ লক্ষ্য বিধানসভা নির্বাচন! করোনা আবহেও বাংলায় প্রচুর কর্মসংস্থানের ঘোষণা মুখ্যমন্ত্রীর
২০১৯ লোকসভা ভোটে বিজেপি পশ্চিমবঙ্গের ৪২ টি আসনের মধ্যে জিতেছে ১৮ টি আসনে। আর সেই জয়কে সম্বল করে বাংলা দখলের স্বপ্ন বুনছে বিজেপি নেতৃত্ব, কিন্তু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার সাথে পাল্লা দেওয়ার মত নেতা রাজ্য বিজেপির হাতে এই মুহূর্তে বেশ অভাব বলেই ভরসা করতে কেন্দ্রীয় মন্ত্রীদের “ক্যারিশমা”-র ওপর।
আরও পড়ুনঃ ১৯ জন বিচারকের বদলি
রাজ্য বিজেপির নেতাদের কথায় , টানা দেড়মাস কেন্দ্রীয় মন্ত্রীদের সাহায্যে প্রচার কাজ চালানোর পর আবার তাঁরা আলোচনায় পরবর্তী পদক্ষেপ নিয়ে। তাঁদের পরিকল্পনা স্মৃতি ইরানি, পীযুষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধান, নরেন্দ্র সিং তোমর এবং কিরেন রিজ্জু এঁদের বাংলায় প্রচারে নিয়ে আসা।
স্মৃতি ইরানি বাংলা বলতে স্বচ্ছন্দ, প্রধানত দেখবেন ওড়িশা নিকটবর্তী অঞ্চল, রিজ্জু উত্তর বঙ্গ, পীযুষ গোয়েল রেলমন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ। আপাতত এই রাজ্য বিজেপির পরিকল্পনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584