সুদীপ পাল,বর্ধমানঃ
উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গকে যুক্ত করতে রেলপথ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল।
এলাকাবাসীরা বলছেন পূর্ব বর্ধমানের খানা জংশন থেকে সংযোগকারী রেলপথের কাজ গত দু’বছর ধরে থমকে রয়েছে। রেলপথ নির্মাণের কাজ শুরু করার দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
বাসিন্দাদের বক্তব্য, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে যুক্ত করতে ২০০৫-০৬ সালে খানা-বোয়াইচণ্ডী সংযোগকারী রেলপথ নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। ২২ কিলোমিটার দীর্ঘ এই রেলপথে ছয়টি স্টেশন গড়ার পরিকল্পনা ছিল। এই ছয়টি স্টেশন হল বোয়াইচণ্ডী, চা-গ্রাম, খারকোল, মাসিলা, শ্যামসুন্দর এবং খানা।
পরিকল্পনা অনুসারে, বেলগ্রামে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর এবং জুজুটির দামোদর নদের ওপর সেতু নির্মাণের কথা হয়েছিল। প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের কাজ শেষ করা হয়েছিল।
কিন্তু বর্তমানে দামোদর ও জাতীয় সড়কের উপর সেতুর স্তম্ভ তৈরি করা ছাড়া আর কোন কাজ হয়নি। এলাকার বাসিন্দারা বলছেন, রেলপথ তৈরি হলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে।
আরও পড়ুনঃ কচুরিপানায় ভর্তি দুর্গাপুর ব্যারেজ নদী, সংস্কার নিয়ে ঠেলাঠেলি
কিন্তু কেন দীর্ঘদিন ধরে এই কাজ থমকে আছে? রেলের এক আধিকারিক বলছেন, আর্থিক বরাদ্দ না থাকায় কাজ থমকে গিয়েছে। বরাদ্দ বাড়লেই শুরু হবে কাজ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584