সুদীপ পাল,বর্ধমানঃ
জামুড়িয়া হাটতলা অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে গেছে দশটি দোকান।এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন থেকে দমকল কেন্দ্র তৈরীর দাবি করা হচ্ছে।অথচ এ বিষয়ে প্রশাসনের কোন নজর নেই।এলাকাবাসীর বক্তব্য জামুড়িয়ায় আগুন লাগে ভরসা করতে হয় রানিগঞ্জ ও আসানসোলের দমকল কেন্দ্রের ওপর।এত দীর্ঘ রাস্তা আসতে গিয়ে অনেকটাই ক্ষতি হয়ে যায় অগ্নিদগ্ধ এলাকায়।তাছাড়া অতীতেও এই বাজারে আগুন ধরলে দমকল ইঞ্জিন দূরত্ব গত কারণে খানিকটা পরে জামুড়িয়ায় প্রবেশ করেছিল তাতে ব্যাপকভাবেই ক্ষতি হয়েছিল বাজারের। এবারেও তাই হলো।জামুড়িয়া চেম্বার অফ কমার্স এর সম্পাদক অজয় খেতান বলেছেন, প্রশাসনিক স্তরে দমকল কেন্দ্রের জন্য আবেদন করা হয়েছে।এলাকার বিধায়ক জাহানারা খান বলছেন, জামুড়িয়ায় দমকল কেন্দ্র চেয়ে বিধানসভাতেও দাবি জানানো হয়েছে।
আরও পড়ুনঃ সামসেরগঞ্জে আগ্নেয়াস্ত্র সহ ধৃত দুই
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584