অসম ওভারব্রীজের নীচে রেলগেট খোলার দাবীতে জোরালো হচ্ছে আন্দোলন

0
59

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

আলিপুরদুয়ার ১নম্বর অসম গেটে রেলের ওভারব্রীজের নীচের রেলগেট খুলে দেওয়ার দাবিতে নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হল।বৃহস্পতিবার রেলের ওভারব্রীজের নীচেই এই নাগরিক কনভেনশন হয়।এদিন কনভেনশনে শহরের বিভিন্ন মানুষ,ব্যাবসায়ী সংগঠনের প্রতিনিধিরা সামিল হয়েছিলেন।

নিজস্ব চিত্র

সিটিজেন ফোরামের পক্ষে রাজা দত্ত বলেন, “ওভারব্রীজের উপর দিয়ে সাইকেল,ভ্যান, রিক্সা,টোটো যাওয়া নিষিদ্ধ।তাহলে এই সব যানবাহনগুলো যাবে কোন দিক দিয়ে? আমরা ওভারব্রীজের জন্য রেলকে সাধুবাদ জানাই কিন্তু মানুষের দাবি মেনে ওভারব্রীজের নিচে রেল গেট খোলা রাখতে হবে।নাহলে ভবিষ্যতে আরও জোরদার আন্দোলন করা হবে। আমরা চাই মানুষের দাবিকে মর্যাদা দিক রেল।”

উল্লেখ্য ৩১ অক্টোবর আলিপুরদুয়ার শহরের এক নম্বর অসম গেটে রেলওয়ে ওভারব্রীজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তারপর ২ নভেম্বর ওভারব্রীজের নিচে রেলগেট বন্ধ করে দেয় রেল।স্থানীয় মানুষ ও ব্যাবসায়ীদের সাথে শহরের বেশ কিছু সংগঠন যৌথভাবে রেল গেট খোলার দাবিতে আন্দোলন শুরু করে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here