রাজ‍্যের মাদ্রাসাগুলিতে আপাতত চুক্তি-ভিত্তিক অতিথি শিক্ষক নিয়োগের দাবী মাদ্রাসা শিক্ষক সমিতির

0
3415

 

আনিসুর রহমান,কলকাতা :

মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বাঁচাতে রাজ্যের মাদ্রাসাগুলিতে দ্রুত শিক্ষক নিয়োগ ও বদলি ব্যবস্থা চালু করার দাবি নিয়ে ‘মাদ্রাসা সার্ভিস কমিশন’ ও ‘মাদ্রাসা শিক্ষা অধিকর্তা’কে ডেপুটেশন দেয় এক প্রতিনিধি দল ।
মাদ্রাসা সার্ভিস কমিশনের বৈধতা নিয়ে বর্তমানে সুপ্রিম কোর্টে বিচার চলেছে। তাই বিগত প্রায় ছয় বছর ধরে মাদ্রাসায় সমস্ত প্রকার নিয়োগ বন্ধ থাকায় মাদ্রাসাগুলি শিক্ষক অভাবে ধুঁকছে। ফলে ছাত্রছাত্রী থেকে অভিভাবক ফুঁসছে। তাই অবিলম্বে মাদ্রাসা সার্ভিস কমিশন প্যানেল ভুক্ত প্রার্থীদের নিয়োগ করার এবং বদলি কার্য দ্রুত সম্পূর্ণ করার দাবি জানানো হয় এম এস সি -এর সেক্রেটারি জাভেদ নেহালের নিকট।

মাদ্রাসা শিক্ষা অধিকর্তার নিকট(ছবি-ফেসবুক)।

এরপর মাদ্রাসা শিক্ষা অধিকর্তা’ আবিদ হোসেন ও ‘স্কুল শিক্ষা সচিব’ ডি.নাদিয়ালকে বেশ কিছু দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হয় । সেগুলি হল –
১)মাদ্রাসা সার্ভিস কমিশনের কেস যতদিন নিষ্পত্তি না হয় ততদিনে মাদ্রাসাগুলি বাঁচাতে প্রতিটি মাদ্রাসায় শূন্যপদ গুলিকে বাৎসরিক চুক্তি ভিত্তিতে অতিথি শিক্ষক নিয়োগ করতে হবে ।
২)অবিলম্বে এমএসকে ও এস এসকে শিক্ষকদের ও ডি এল মুডে বি এড ব্যবস্থা করতে হবে ।
৩)সিনিয়র মাদ্রাসায় প্রাইমারি বিভাগের শিক্ষকদের সরকারি ভাবে ডি এল এডের ব্যবস্থা করতে হবে ।
৪)মাদ্রাসা শিক্ষা কেন্দ্র, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র ও শিশু শিক্ষা কেন্দ্র গুলির শূন্যপদ পূরণ করতে হবে এবং সাম্মানিক ভাতা বৃদ্ধি করতে হবে ।
৫)আলোচনা ভিত্তিতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটিয়ে দ্রুত পঠনপাঠনের ব্যবস্থা করতে হবে ।
উভয় আধিকারিকগন সমস্ত দাবিগুলি ন্যায্য বলে স্বীকার করেন এবং দ্রুত সামাধান করার আশ্বাস দিয়েছেন ।
আজ এই প্রতিনিধি দলে ছিলেন, রাজ্য সম্পাদক সৈয়দ সাফাকাত হোসেন, রাজ্য সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, মুখপাত্র সৈয়দ সাজ্জাদ হোসেন, আতিয়ার রহমান, আলহাজ্জ জুহুর আলম,নূরে খোদা প্রমূখ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here