সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
মানুষের দীর্ঘদিনের দাবি গ্রামের সুইস গেট সংস্করন করে পরিসেবা দেওয়া।অকেজো সুইস গেট মাথার ব্যাথা হয়ে দাঁড়িয়েছে গ্রামবাসীদের কাছে।একদিকে চলাচলের সমস্যা।অন্যদিকে চাষ না হওয়াই হতাশাগ্রস্থ দক্ষিণ সুন্দরবনের সাতটি গ্রামের কয়েক হাজার চাষি।
ভোটের মুখে সুইসগেট পরিসেবা চাইছেন তাঁরা।দক্ষিন সুন্দরবনের মথুরাপুর লোকসভা।এই লোকসভার কাকদ্বীপ ব্লকের ঋষি বঙ্কিম গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম গোবিন্দরামপুর।
এই গ্রামে রয়েছে পূর্বে কালনাগিনি নদী,যার পশ্চিম বরাবরি রয়েছে চাঁদ দোয়ানি খাল।যে খালের জলে উপকৃত হতেন সাতটি গ্রামের কয়েক হাজার চাষি।গোবিন্দরামপুর গ্রামে সুরেন্দ্রনগর ওয়ার্ডে রয়েছে দীর্ঘ ৫০ ফুট লম্বা ২৫ ফুট চওয়া সুইস গেট ।
যার উপর দিয়ে চলেগেছে মেঠো রাস্তা।কয়েক হাজার মানুষ যাতায়াত করেন রাস্তা দিয়ে।এলাকাবাসিদের অভিযোগ ষাটের দশকে চাষিদের কথা মাথায় রেখে নির্মান করা হয় সুইস গেটটি ।বেশ কয়েক বছর পরিসেবা দেওয়ার পর খুটিনাটি সংস্করন হতো,কিন্তু বিগত তিন বছর সমস্যা হয়ে দাঁড়ায়,সংস্করন সম্পূর্ন বন্ধ হওয়ার পর।
কালনাগিনি নদীর জোয়ারের জলে যাতায়াতে যেমন বিগ্নিত হচ্ছে । অন্যদিকে চাঁদ দোয়ানি খালের জল না পাওয়াই বন্ধ হয়েছে চাষ।ধান,পান লঙ্কা এলাকার অর্থকারী ফসল।চাষ যোগ্য জমি থাকলেও,জলের অভাবে বন্ধ হয়েছে সবকিছু।
চাষিদের কাছে অভিশপ্ত বলতে এই চাঁদ দোয়ানি নদীর সুইস গেটটি।যার অবস্থা বেহাল।কোথাও প্ল্যাস্টার খোসে বেড়িয়েছে ইটের হার।কোথাওবা ফাটা বাঁশ অপক্ত হয়ে পরেছে। জোং ধরা পিরাক দেখলে বোঝা যায় সুইস গেটের হাল হাকিকত ।সুরেন্দ্রনগর,প্রীয়নাৎপুর,রাধাকৃষ্ণপুর,ভবানীপুর,হরিপুর গ্রাম এখন চাষ হারিয়েছে।বাম হোক কিংবা ডান।ভোট নিয়ে আসে অনেক আশা ,ভোট ফুরালে সব শেষ।মথুরাপুর লোকসভা কেন্দ্রে ঋষি বঙ্কিম গ্রাম পঞ্চায়েত তৃনমূলের দখলে।গোবিন্দরামপুর গ্রামে বাস প্রায় চার হাজার চাষি।
আরও পড়ুনঃ বেহাল রাস্তার সংস্কারের দাবিতে পথে নামল স্কুলপড়ুয়া থেকে এলাকাবাসী
স্থানীয় প্রশাসন থেকে রাজনৈতিক দলের নেতারা আশা দিলেও, আজও ব্যর্থ সুইস গেট পরিসেবা দেওয়ার ব্যাপারে।ভোটের মুখে এলাকাবাসী আশা করছেন এই সমস্যার সমাধান হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584