বেহাল রাস্তা সারাইয়ের দাবি

0
47

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

Demand of reform worn out road
নিজস্ব চিত্র

কুমারগ্রাম ব্লকের ভল্কা-বারবিশা ১নং গ্রামপঞ্চায়েত এলাকার বারবিশা নিউটাউন থেকে কুমারগ্রাম রোড কালিবাড়ি পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তার বেহাল দশায় অতিষ্ঠ গ্রামবাসী।

Demand of reform worn out road
বেহাল রাস্তা।নিজস্ব চিত্র

জানা গেছে,বছর পাঁচেক আগে রাস্তাটি তৈরি করা হয় কয়েক বছর যেতেই পিচের চাদর উঠে যায়।বর্তমানে যাতায়াত ক্ষেত্রে এই রাস্তা গ্রামবাসীদের অসুবিধের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে।

Demand of reform worn out road
নিজস্ব চিত্র

এলাকার বাসিন্দাদের অভিযোগ অল্প বৃষ্টিতে জল জমে থাকে থাকে রাস্তায় বর্ষায় ভায়ানক রুপ ধারণ করে রাস্তাটি।বর্ষার আগে রাস্তাটি মেরামতের দাবী জানিয়েছে এলাকার স্থানীয় বাসিন্দারা।

Demand of reform worn out road
প্রদীপ বর্মণ,স্থানীয় বাসিন্দা।নিজস্ব চিত্র

এলাকার বাসিন্দা প্রদীপ বর্মন জনান,”দীর্ঘ পাঁচ বছর আগে রাস্তা তৈরি করা হয় এবছর বেশী ভেঙ্গে যায়।সাইকেল নিয়ে চলা যায় না রাস্তা দিয়ে বাজার যাওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে দ্রুত মেরামতের দাবি জানাচ্ছি।রাস্তাটি তৈরি হলে এলাকার বহু মানুষের উপকার হবে।”

আরও পড়ুনঃ মৃত সাফাইকর্মীর পরিবারকে আর্থিক সাহায্যের দাবি

এবিষয়ে ভল্কা-বারবিশা ১নং গ্রাম পঞ্চায়েতের প্রধান রেশমা কিসকু জানান, “রাস্তাটি জেলা পরিষদের বিষয়টি জেলা পরিষদে জানানো হবে।”

এবিষয়ে জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার জানান,”বিষয়টি খোঁজ নিয়ে দেখছি,এলাকার দাবী থাকলে বিষয়টি আমরা দেখব।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here