নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
অপহরণ হওয়া নাবালিকা মেয়েকে উদ্ধার করা এবং অপহরণকারী যুবককে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাল সিংহবাহিনী নামক এক সংগঠন।
এদিন পুলিশ সুপার অফিসে মিছিল করে গিয়ে বিক্ষোভ দেখায় সংগঠনের কর্মী সমর্থকরা।সংগঠনের সহ সম্পাদক সৌরভ শাসমল অভিযোগ করেন,গত ২১ এপ্রিল শালবনী থানার দূর্গামন্দির গ্রামের নাবালিকা মেয়ে বৃষ্টি দুবেকে নিয়ে পালিয়ে যায় সেখ ইসমাইল নামে এক যুবক।
ঘটনার পরে শালবনী থানায় অভিযোগ জানানো হলেও চল্লিশ দিন পরেও নাবালিকা মেয়েকে উদ্ধার করতে পারেনি পুলিশ। তাই এই ঘটনায় শালবনী থানার পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এবং নাবালিকা মেয়েকে উদ্ধার ও সেখ ইসমাইলকে গ্রেপ্তারের দাবিতে এদিন পুলিশ সুপার অফিসে বিক্ষোভ দেখায় সংগঠন।
আরও পড়ুনঃ বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস,আত্মহত্যার চেষ্টা
তবে পুলিশ সুপার নাবালিকা মেয়েটিকে যত দ্রুত সম্ভব উদ্ধার করার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় সংগঠন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584