ওয়েবডেস্কঃ-
চার্চে যৌন নির্যাতনের ঘটনায় বিশ্বব্যাপী মানুষ চার্চের প্রতি আস্থা হারিয়ে ফেলছে। এমতাবস্থায় আজ আয়ারল্যান্ডের ডাবলিন ফিনিক্স পার্কে বিশাল সমাবেশে শান্তির বার্তা দিয়ে আয়ারল্যান্ড সফর শেষ করলেন পোপ ফ্রান্সিস।এরই মাঝে চার্চে যৌন হয়রানির ঘটনায় পোপ ফ্রান্সিস যেন কড়া ব্যবস্থা নেন সেই দাবীতে প্রতিবাদে মুখর হন হাজার হাজার মানুষ। অবশেষে তিনি আজ যৌন হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করেন।
তবে বিতর্ক আরো বেড়ে যায় যখন এক প্রাক্তন ভ্যাটিক্যান ডিপ্লোম্যাট রবিবার এক চিঠি প্রকাশ্যে এনে দাবি করেছেন যে পোপ ফ্রান্সিস জেনেও ভ্যাটিক্যানের উচ্চ নেতৃত্বের সঙ্গে হাত মিলিয়ে এইরকম ঘটনা ধামাচাপা দিয়েছেন। তাঁর এই চিঠি রীতিমতো বিস্ফোরণের রূপ নিয়েছে। আর্চবিশপ কার্লো মারিয়া ভিগানো ১১ পৃষ্ঠার সেই সাড়া ফেলা চিঠি সামনে রেখে দাবি করেছেন যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরেও তারা ‘চুপচাপ থাকার ষড়যন্ত্র’ করেছেন। তাই জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযুক্তদের ও পোপ ফ্রান্সিসের উচিত পদত্যাগ করা।
উল্লেখ্য পোপ ফ্রান্সিস এই দাবির কোনো উত্তর দিতে রাজি হননি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584