পিয়ালী দাস, বীরভূমঃ
নানুর দিবসে বীরভূমের বাসাপাড়ায় সিবিআইকে এক হাত নিলেন রাজ্যের পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
শনিবার তিনি বলেন লোকসভায় মোদি মোদি জপ না করলেই তৃনমুল সাংসদদের পেছনে সিবিআই, ইডি লেলিয়ে দেওয়া হচ্ছে। বিরোধীদের প্রতিবাদ রুখতে রাজনৈতিকভাবে বিজেপি সিবিআই এবং ইডিকে ব্যবহার করছে দিনের পর দিন।
বিজেপির অন্যায় বলতে গেলে মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে এই ধরনের সংস্থাগুলোকে দিয়ে। তৃণমূল কংগ্রেসের সাংসদদের এইভাবে ভয় দেখিয়ে ধমকে, চমকে,মোদির গুণগান করানো যাবে না।
বক্তব্য রাখতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, সিপিএমের হার্মাদের নৃশংসতা মনে রাখতে হলে সাতাশে জুলাই নানুর দিবসকে মনে করতে হবে। এই দিনে নিরীহ গরিব ১১ জন কৃষককে তৃণমূল কংগ্রেস করার অপরাধে খুঁচিয়ে খুঁচিয়ে পাথর দিয়ে থেঁতলে খুন করা হয়েছিল। সেই হার্মাদরা এখন আর ইনক্লাব জিন্দাবাদ বলে না, এখন রামের নাম করে রামকে বদনাম করছে
ভারতীয় জুমলা পার্টিতে গিয়ে সিপিএমের হার্মাদরা তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপর এ হামলা চালাচ্ছে। বোমাবাজি করছে খুন করছে।
রাজ্যের পুরমন্ত্রী অভিযোগ করেন তিনি আজই শুনেছেন নরেন্দ্র মোদী যে ব্ল্যাক মানি ফেরত দেবে বলেছিল সে ব্ল্যাকমানি ফেরত এসেছে মানুষকে দেওয়া হবে কিন্তু বিজেপি নেতারা সেই ১৫ লক্ষ টাকা করে মানুষের কাছে পৌঁছে দিতে চাইছেন না, নিজেরা ভাগাভাগি করে নিতে চাইছে। তাই যেখানেই বিজেপি নেতাদের দেখবেন সেখানেই ঘিরে ধরুন আর নিজেদের কালো টাকা ফেরত নিন। আগে কালোটাকা ফেরত দিন তারপরে বাংলা নিয়ে ভাবুন। আর কালোটাকা ফেরত না দিলে বাংলা ছাড়তে হবে বিজেপি নেতাদের।
আরও পড়ুনঃ দুই মাস পরে বাড়িতে জগদীশ, কাটমানি ইস্যুতে আন্দোলনে বিজেপি
উপরওয়ালা ছাড়া তৃণমূল কংগ্রেসের কর্মীরা কারো কাছে মাথা নত করে না । এরপর কাটমানি নিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন যারা নিয়েছে তারা আইনত শাস্তি পাবেন, সিপিএমের যে নেতারা কাটমানি নিয়েছেন তাদেরকে ফেরত দিতে হবে, উজালা গ্যাস প্রকল্পে বিজেপি নেতারা যে কাটমানি নিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে ও তাদের কেও টাকা ফেরত দিতে হবে। কোন সরকারি আধিকারিক যদি কাটমানি নিয়ে থাকে তার বিরুদ্ধেও আইনত ব্যবস্থা নেবে রাজ্য সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584