সুদীপ পাল, বর্ধমানঃ
পূর্ব বর্ধমান জেলার বর্ধিষ্ণু একটি গ্রামের নাম দেবশালা। চারপাশে রয়েছে ভাতকুন্ডা, রাইকোনা প্রভৃতি গ্রাম। দেবশালা গ্রামের অদূরেই পানাগর শিল্পতালুক। গাছগাছালি ঘেরা এই গ্রামে প্রচুর জলাশয় আছে। তার মধ্যে কোনটির সংস্কার করে মাছ চাষ করা হয় কোনোটি আবার সংস্কারের অভাবে মজে যাচ্ছে।
দেবশালা ও তার পার্শ্ববর্তী গ্রামগুলিতে অনেক ক্রীড়াবিদ আছেন। তীরন্দাজি সহ বেশ কিছু খেলায় তাঁরা রাজ্য ও জেলাস্তরের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। দেবশালার গ্রামবাসীরা বলছেন, গ্রামের পুকুরের মধ্যে কোন একটিকে কেন্দ্র করে সুইমিংপুল তৈরি করে শেখানো হোক সাঁতার। সাঁতার শেখানোর পরিকাঠামো গড়ে তোলা হলে দেবশালা গ্রাম সহ আশেপাশের গ্রামের মানুষ উপকৃত হবেন।
আরও পড়ুনঃ বিশ্ব জলবায়ু ধর্মঘটের দিনে এসএফআই এর উদ্যোগে চারাগাছ বিতরণ
একদিকে শরীরচর্চা যেমন হবে অন্যদিকে ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখতে পারবে পূর্ব বর্ধমান জেলার প্রান্তিক গ্রামগুলি।স্থানীয় বাসিন্দাদের এই আর্জি আউসগ্রাম ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সৈয়দ হায়দার আলীকে জানালে তিনি বলেন, এই প্রস্তাব নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584