স্বীকৃতির দাবীতে বৈগা সমাজের জন সমাবেশ

0
71

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

demands for recognition include the rally
সমাবেশ।নিজস্ব চিত্র

সারা বাংলা বৈগা সমাজ স্বাধিকার রক্ষা ও উন্নয়ন সমিতির ডাকে আজ ডেবরা ব্লকের দলপতিপুর এলাকায় বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়। বৈগা সমাজ এর কয়েকদফা দাবি দাওয়া নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। স্বাধীনতার পরে ১৯৫০ সালে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাসকারী জেলা সমস্ত জনগোষ্ঠীকে তপশীলি উপজাতি(শট) হিসেবে বৈগা সমাজকে গন্য করা হয়।অথচ বিগত ২০০০ সাল থেকে সংবিধান স্বীকৃত বৈগা সমাজকে কোনো উপযুক্তকারণ ছাড়াই তাদের প্রাপ্য সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।তাই নিজেদের সমাজের স্বাধিকার রক্ষার স্বার্থে আজকের সমাবেশ। আজকের সমাবেশের মূল দাবিগুলো হলো ২০০০ সালের নভেম্বর মাসের চিঠিটি বাতিল করতে হবে।অবিলম্বে বৈগা ছাত্রছাত্রীদেরকে বুক গ্ৰ্যান্ট,হোস্টেল গ্ৰ্যান্ট,এস টি সার্টিফিকেট প্রদান, সংবিধান বর্নিত সংরক্ষণ আইনটির যথাযথ প্রয়োগ ও বাস্তবায়ন করতে হবে। শংসাপত্র পাওয়ার ক্ষেত্রে নিয়মনীতির সরলীকরণ।এছাড়াও আরও কয়েকদফা দাবীদাওয়া নিয়ে আলোচনা করা হয়। এদের এই দাবীগুলোকে সমর্থন করেন ডেবরা বিধায়ক সেলিমা খাতুন,তৃনমূল নেত্রী জয়ন্তী ভট্টাচার্য, জেলা পরিষদ সদস্য দীপালি সিং, সমাজসেবী সেখ মহঃমদ আলী।সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন অম্বু আদক এবং কিষান রাউৎ। সমাবেশে প্রায় দশ হাজার বৈগা মানুষের উপস্থিতি লক্ষণীয়।

demands for recognition include the rally
নিজস্ব চিত্র

আরও পড়ুন: সিআরপিএফের উদ্যোগে শিক্ষামূলক ভ্রমণ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here