নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিনের পর দিন বেড়েই চলেছে। তার ফলে সাধারণ মানুষের রান্না খাওয়া বন্ধ হয়ে যেতে বসেছে। নিত্য প্রয়োজনীয় জিনিস সহ পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া হওয়ায় জাতীয় কংগ্রেস এবং ছাত্র পরিষদের তরফ থেকে মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো জেলা শহর আলিপুরদুয়ারে।
কংগ্রেস ও ছাত্র পরিষদ কমিটির যৌথ উদ্যোগে আলিপুরদুয়ার কলেজ হল্টে পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদে থালা-বাটি ঘন্টা বাজিয়ে বিক্ষোভ দেখালেন রাজপথে।
কংগ্রেস নেতা শান্তনু দেবনাথ বলেন, “যতদিন পর্যন্ত সরকার নিত্য প্রয়োজনীয় জিনিস সহ সবজির দাম না কমাবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে।”
আরও পড়ুনঃবকেয়া বিদ্যুৎ বিল, চাষ বন্ধের আশঙ্কা কৃষকদের
একইসাথে পেয়াজের মুল্য বৃদ্ধির প্রতিবাদে যুব কংগ্রেসের পক্ষ থেকে আলিপুরদুয়ার শহরের কলেজ হল্টে প্রতীকী প্রতিবাদ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584