তৃণমূল নেতার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে

0
130

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Demonstration against tmc leader 4
নিজস্ব চিত্র

শালবনীর ভুগলুশোল এলাকায় এক তৃণমূল নেতার বিরুদ্ধে ক্লাব তৈরীর জন্য সরকারি অনুদানের টাকা আত্মসাৎ করার অভিযোগে এলাকায় বিক্ষোভ ও অবরোধ করল গ্রামবাসীরা।

Demonstration against tmc leader 4
নিজস্ব চিত্র

ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযুক্ত তৃণমূল নেতা ছবিলাল মান্ডির বাড়িতে ভাঙচুর করে গতকাল রাতে আগুন ধরিয়ে দেয়।

Demonstration against tmc leader 4
অগ্নিদগ্ধ।নিজস্ব চিত্র

এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় মানুষদের অভিযোগ, গত মাস খানেক আগে এলাকার একটি ক্লাবের উন্নতিকল্পে সরকারি অনুদানের দুলক্ষ টাকা এসেছিল।সেই টাকা তুলে নেয় ছবিলাল মান্ডি।

Demonstration against tmc leader 4
সুন্দরী হাঁসদা,স্থানীয় বাসিন্দা।নিজস্ব চিত্র

এলাকার লোকেরা সেই ঘটনার প্রতিবাদ করলে শালবনীর বিধায়ক শ্রীকান্ত মাহাতের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছবিলাল মান্ডি প্রভাব খাটিয়ে উল্টে এলাকার যুবকদের বিরুদ্ধে থানায় অভিযোগ করে।

Demonstration against tmc leader 4
ক্ষুদিরাম মান্ডি,স্থানীয় বাসিন্দা।নিজস্ব চিত্র

তারপর থেকেই গ্রামছাড়া ছিল ছবিলাল বাবু। তবে গ্রামে তার বৃদ্ধ মা সন্তান ছিল। গতকাল গভীর রাতে ছবিলাল মান্ডি গ্রামে ঢুকে তার মা ও সন্তানদের নিয়ে পালাতে গেলে গ্রামবাসীরা তার মাকে ধরে ফেলে।

Demonstration against tmc leader 4
আগুন নেভাতে দমকল।নিজস্ব চিত্র

তারপরই ক্ষুব্ধ গ্রামবাসীরা ছবিলাল মান্ডির বাড়িতে চড়াও হয় এবং ভাঙচুর চালায়।তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ।

Demonstration against tmc leader 4
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাহিনী।নিজস্ব চিত্র

খবর পেয়ে আজ সকালে শালবনী থানার বিশাল পুলিশ বাহিনী ও দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়।

Demonstration against tmc leader 4
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ জমি বিবাদের জেরে ভস্মীভূত আটটি বাড়ি,মৃত ১

যদিও গ্রামবাসীরা জানান, ছবিলাল নিজেই নিজের বাড়িতে আগুন লাগিয়ে গ্রামবাসীদের ফাঁসানোর চেষ্টা করছে।এলাকাবাসীরা আজ সকাল থেকেই এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে।তাদের দাবি, ক্লাবের টাকা এসে ক্লাব কর্তৃপক্ষের হাতে ফেরৎ দিতে হবে এবং নিরীহ গ্রামবাসীদের বিরুদ্ধে করা অভিযোগ তুলতে হবে।এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here