ক্যাব-এনআরসি বাতিলের দাবিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ 

0
30

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পাহাড় থেকে সাগর মহারাষ্ট্র থেকে আসাম গোটা দেশ উত্তাল নাগরিকত্ব সংশোধনী বিল(ক্যাব) ও এন আর সি বাতিলের দাবিতে। ইতিমধ্যেই আসাম সহ পূর্ব ভারতে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন দমন করতে জারি করা হয়েছে কার্ফু। কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভের আগুন আজকে রাস্তায়। সেই আন্দোলনের সাথেই গলা মেলালো পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের একাংশ ছাত্রছাত্রী।

pic 2| newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃBREAKING: অযোধ্যা মামলা পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

ছাত্র সংগঠন ডিএসও’র নেতৃত্বে এদিন ক্যাব ও এনআরসি বিরোধী পোস্টার নিয়ে প্রশাসনিক ভবনের সামনে তারা বিক্ষোভ দেখায়। ডিএসও নেতা তাপস জানা বলেন ‘সাভারকারের দ্বিজাতিতত্বকে সামনে রেখেই কেন্দ্রের বিজেপি সরকার এদেশে হিন্দুত্ব প্রতিষ্ঠা করতে চাইছে যা আমাদের দেশের সংবিধান তথা স্বাধীনতা আন্দোলনের শহীদদের অবমাননা।’ তিনি আরো বলেন ‘আজকে যখন গোটা দেশে অর্থনৈতিক সংকট, কোটি কোটি বেকার, প্রতিদিন ছাঁটাই, রাষ্ট্রীয় সম্পদের বিক্রি, শিক্ষার বেসরকারিকরণ, ছাত্রীর সম্ভ্রম লুণ্ঠন চলছে তখন মানুষের দৃষ্টি ঘোরাতেই এই ঘৃণ্য কৌশল।’ এই বিল গোটা দেশে জাতপাত ও সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করবে এবং “নানা ভাষা, নানা মত, নানা পরিধান

বিবিধের মাঝে দেখো মিলন মহান” ধারণাটাই বদলে দেবে

বলেও তিনি জানান। তাই এই বিল বাতিলের দাবিতে গোটা দেশের সাথে ডিএসও লড়াই চালিয়ে যাবে বলে তিনি ঘোষণা করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here