বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ অব্যাহত বর্ধমান পুরসভায়

0
62

সুদীপ পাল,বর্ধমানঃ

সরকারি নির্দেশিকায় যে বেতন কাঠামো রয়েছে সেই অনুযায়ী বেতন দিতে হবে – বর্ধমান পৌরসভার এক হাজার অস্থায়ী কর্মীরা এই দাবি নিয়ে বিক্ষোভে নেমেছেন। নির্বাহী আধিকারিকের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ চলছে। নানা প্রয়োজনে মানুষ এসে ঘুরে যাচ্ছেন। কাজ যারা করেন তারা যেসব ধর্নায় বসেছেন। বাড়ি তৈরীর জন্য প্রয়োজনীয় নথিপত্র সংক্রান্ত কাজে এসে ফেরত যাচ্ছেন বৃদ্ধা, আবার জন্ম মৃত্যু সার্টিফিকেট নিবন্ধিকরণ বিষয়ে পুরসভা এসে ফেরত যাচ্ছেন যুবক, আয়ের শংসাপত্র নিতে আসা কলেজ পড়ুয়া বিক্ষোভের জেরে ফিরে চললেন।

burdwan municipality | newsfront.co
ছবিঃ প্রতীকী

শনিবার, রবিবার এমনিতেই পুরসভা বন্ধ ছিল তারপর থেকে বিক্ষোভের জের চলছে। এক কথায় সমস্ত কাজই প্রায় থমকে গেছে।

অস্থায়ী কর্মীদের দাবি প্রসঙ্গে বর্ধমান পৌরসভার নির্বাহী আধিকারিক অমিত গুহ জানিয়েছেন, সরকারি নির্দেশিকায় বেতন বৃদ্ধি হবে এমন কিছু স্পষ্ট করে বলা নেই। বিষয়টি নিয়ে পুরসভার প্রশাসকদের সঙ্গেও আলোচনা হয়েছে। বর্ধমান পৌরসভার সচিব জয়রঞ্জন সেন বলেন, পুরসভার কর্মীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত দাবির বিষয়টিকে জানানো হয়েছে। সেখান থেকে সবুজ সঙ্কেত এলে তবেই কর্মীদের বেতন বৃদ্ধি হবে।

আরও পড়ুনঃ ডায়মন্ড হারবারে হুগলি নদীর গর্ভে নির্মীয়মান সৌন্দার্য্যায়ন প্রকল্প

তাহলে সাধারণ মানুষ এসে ফিরে যাচ্ছেন পরিষেবা পাচ্ছেন না তাঁদের এই হয়রানি তার কি হবে? এ বিষয়ে আন্দোলনকারীদের তরফ থেকে জানানো হচ্ছে, পরিষেবা বন্ধ করা তাঁদের লক্ষ্য নয়। কিন্তু এই দাবির জন্য আর কিছু করার নেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here