মনিরুল হক, কোচবিহারঃ
নিয়োগে নিয়মবহির্ভূত দুর্নীতির অভিযোগ তুলে কোচবিহার সরকারী মেডিক্যাল কলেজের এমএসভিপিকে ঘিরে বিক্ষোভ দেখাল চাকুরীপ্রার্থীরা।সোমবার এই ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে।

জানা গেছে, কিছুদিন আগে হাসপাতালের মর্গ বিভাগের জন্য ৮ জন লোক নেওয়ার কথা ছিল। সেই মোতাবে নথিপত্রও জমা দেন তারা। সোমবার তাদের ইন্টারভিউ দেওয়ার কথা ছিল কিন্তু তারা এসে তাদের নিদিষ্ট তালিকায় নাম দেখতে না পেরে বিক্ষোভে ফেটে পড়েন।
তারা অভিযোগ করে বলেন, তাদের প্যানেল লিস্টে কোনও নাম নেই। সেই জায়গায় বাইরে বিভিন্ন জেলার লোকেদের নাম রয়েছে। এর পাশাপাশি যারা হাসপাতালে নোংরা ফেলার কাজ করছেন বা যারা মর্গে কাজ করে আসছেন তারা গত ৪ মাস থেকে কোনও রকম বেতন পাচ্ছে না।
তারা আরও অভিযোগ করে বলেন, তাদের কোনও ছুটি দেওয়া হচ্ছে না, একদিন অনুপস্থিত হলে তাদের প্রাপ্য বেতনও কেটে নেওয়া হচ্ছে।
এদিন আন্দোলনকারীদের পক্ষে দুর্গা হরিজন, রাজেশ হরিজনরা বলেন, আজ আমরা এই ইন্টারভিউ দিতে এসেছিলাম কিন্তু এসে দেখছি এখানকার প্যানেল তালিকায় আমাদের নাম নেই। সেখানে রয়েছে অন্য কারও নাম এমন অবস্থায় আমাদের মনে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ দুর্নীতির সাথে যুক্ত।
আরও পড়ুনঃ স্কুলে পোশাক বিতরনের দায়িত্ব বদল, প্রতিবাদে পথ অবরোধ
এদিন হাসপাতাল চত্বরে এমএসভিপিকে বিক্ষোভের পাশাপাশি হুশিয়ারি দিয়ে বলেন তারা যদি অবিলম্বে এই জেলার ৮টি পদে লোক নিয়োগ না করে প্রয়োজনে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584