বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ধুমসিপাড়া চা বাগানে

0
113

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

Demonstration at dhumsipara tea garden for demand of  wages
নিজস্ব চিত্র

বকেয়া মজুরির দাবিতে শুক্রবার মাদারিহাট বীরপাড়া ব্লকের ধুমসিপাড়া চা বাগানে গেটের সামনে বিক্ষোভ দেখালেন শ্রমিকরা।

Demonstration at dhumsipara tea garden for demand of  wages
নিজস্ব চিত্র

জানা গিয়েছে,সাত সপ্তাহ ধরে মজুরি পাচ্ছেন না শ্রমিকরা। মজুরি দেওয়া নিয়ে নানা টালবাহানা করা হচ্ছে।এমনকি স্টাফরাও দুই মাস ধরে বেতন পাচ্ছেন না।তাই এদিন তাঁরা বিক্ষোভ দেখান।

পরে ঘটনাস্থলে পুলিশ ও মাদারিহাট বীরপাড়া ব্লকের জয়েন্ট বিডিও অভিজিৎ রায় গিয়ে বাগান ম্যানেজারের সঙ্গে কথা বলে।

Demonstration at dhumsipara tea garden for demand of  wages
নিজস্ব চিত্র

জয়েন্ট বিডিও বলেন,ম্যানেজার ও মালিকের সঙ্গে কথা হয়েছে।সোমবারের মধ্যে শ্রমিকদের মজুরি দেওয়ার ব্যাপারে বাগান কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে। সেই আশ্বাস পেয়ে বিক্ষোভ উঠে যায়।

পরে মাদারিহাট বীরপাড়া ব্লকের জয়েন্ট বিডিও অভিজিৎ রায় ও মাদারিহাট থানার পুলিশ গিয়ে বাগান ম্যানেজারের সঙ্গে কথা বলে। বিডিও বলেন, ম্যানেজার ও মালিকের সঙ্গে কথা হয়েছে। আগামী সোমবারের মধ্যে শ্রমিকদের মজুরি দেওয়ার ব্যাপারে বাগান কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে।

আরও পড়ুনঃ কাটমানি ফেরতের দাবিতে ক্ষোভ

Demonstration at dhumsipara tea garden for demand of  wages
দুর্গা মিনার,বাগন শ্রমিক।নিজস্ব চিত্র

সংশ্লিষ্ট বাগানের শ্রমিক দুর্গা মিনার বলেন,”বিডিও সাহেবের কথা রেখে আগামী সোমবার পর্যন্ত দেখা হবে। মজুরি নিয়ে গড়িমসি করলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন শ্রমিকরা।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here