নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
কেন্দ্রীয় সরকারের এনআরসি ও ক্যাব-এর বিরুদ্ধে মেদিনীপুর সদর ব্লকের এলাহীগঞ্জ এলাকায় সাধারণ মানুষেরা আজ দুই ঘন্টা ধরে মেদিনীপুর-কেশপুর রাজ্য সড়ক অবরোধ করে। এর ফলে প্রচন্ড যানজটের সৃষ্টি হয়। টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার সংখ্যালঘু সংগঠন জমিয়ত উলামায়ে হিন্দের নির্দেশে সারা ভারত বর্ষ ব্যাপী এক এনআরসি প্রতিবাদি সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সেই লক্ষ্যেই পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানাও ব্যতিক্রম নয়। সারা কেশপুর ব্লক জুড়ে প্রায় লক্ষাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ পা মেলান এই বিক্ষোভ মিছিলে।
আরও পড়ুনঃনিরাপত্তার প্রতীকী হিসাবে পাসপোর্টে যুক্ত হতে চলেছে ‘পদ্মফুল’
যেখান থেকে সরাসরি কেন্দ্রীয় সরকারকে হুমকি দেওয়া হয় প্রাণ দেওয়া যাবে কিন্তু এদেশের মাটি চাইলে মাটি দেওয়া যাবে না। প্রথমে বিক্ষোভ মিছিল এবং শেষে প্রতিবাদী সভা করা হয়। যেখানে আগামীতে আরও বড় আকারের প্রতিবাদী কর্মসূচি পালন করার প্রতিশ্রুতি দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584