পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
প্রধান শিক্ষক গ্রেপ্তারের প্রতিবাদে আজ অবর বিদ্যালয় পরিদর্শকের অফিস বন্ধ করে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করল নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা।
আন্দোলনকারী শিক্ষকদের অভিযোগ, শিক্ষা দপ্তরের রায়গঞ্জ সদর সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক নাসরিন পারভেজ মিথ্যা মামলা দিয়ে সুভাষগঞ্জ প্রাথমিক স্কুলের প্রধানশিক্ষক শান্তনু অধিকারীকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে জেলে পাঠিয়েছেন। অবিলম্বে প্রধানশিক্ষক শান্তনু অধিকারীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করার পাশাপাশি ওই অবর বিদ্যালয় পরিদর্শক কে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন বামপন্থী শিক্ষক সংগঠনের সদস্যরা।
সংগঠনের হুমকি যতক্ষণ না অবর বিদ্যালয় পরিদর্শক মামলা প্রত্যাহার ও ক্ষমা চাইবেন ততক্ষন এই অবরোধ বিক্ষোভ কর্মসূচি চলবে। এই ঘটনা নিয়ে রায়গঞ্জের অবর বিদ্যালয় পরিদর্শকের অফিস ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে।ঘটনাস্থলে রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী।
উল্লেখ্য, গত ১০ জুলাই রায়গঞ্জ সদর সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক নাসরিন পারভেজ সুভাষগঞ্জ দক্ষিনপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক শান্তনু অধিকারীর কাছে বিদ্যালয়ের মিড ডে মিলের হিসেব চাইলে অভিযোগ সেইসময় তিনি অবর বিদ্যালয় পরিদর্শকের সাথে দুর্ব্যবহার করার পাশাপাশি তাকে শারীরিক হেনস্তা করার চেষ্টা করেন। এই ঘটনা নিয়ে অবর বিদ্যালয় পরিদর্শক নাসরিন পারভেজ রায়গঞ্জ থানায় প্রধানশিক্ষক শান্তনু অধিকারীর বিরুদ্ধে শ্লীলতাহানিসহ একাধিক মামলা দায়ের করেন।
পরদিন পুলিশ শান্তনু অধিকারীকে গ্রেপ্তার করে জেলে পাঠায়।এই ঘটনার প্রতিবাদেই আজ থেকে আন্দোলনে নামে বামপন্থী শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি বা এবিপিটিএ। তাদের অভিযোগ মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে প্রধান শিক্ষক শান্তনু অধিকারীকে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করার পাশাপাশি ক্ষমা চাইতে হবে অবর বিদ্যালয় পরিদর্শককে।
আরও পড়ুনঃ কাটমানি ইস্যুতে জেলা শাসকের কাছে অভিযোগ বাসিন্দাদের
অবর বিদ্যালয় পরিদর্শক নাসরিন পারভেজ জানিয়েছেন, “এদিন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করা হয়েছে।তারা দপ্তরের দরজায় তালা মেরে দিয়েছে। ফলে দপ্তরের কাজ এদিন শুরু করা যায়নি।গোটা বিষয়টি আমি আমার উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584