নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর উপর হামলার প্রতিবাদে কার্যত উত্তপ্ত গোটা মেদিনীপুর জেলা। জেলার বিভিন্ন প্রান্তে পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে এর তীব্র প্রতিবাদ জানায় স্থানীয় বিজেপির কার্যকর্তা।
অভিযোগ তৃণমূলের দুষ্কৃতী বাহিনী বিজেপির রাজ্য সাধারণ সায়ন্তন বসুর উপর হামলা করেছে। শুধু তাই নয় একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগ বেশ কিছু বিজেপি কার্যকরদের মারধর করা হয়েছে। এইসব অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। তারই দাবিতে জেলার বিভিন্ন প্রান্তে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মী সমর্থক।
আরও পড়ুনঃঢালাই রাস্তার সূচনা, আপ্লুত এলাকাবাসী
অন্যদিকে গোটা ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল। ইতিমধ্যেই কার্যত রণক্ষেত্রে পরিণত হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584