কাট মানি ফেরতের দাবিতে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ সাঁইথিয়ায়

0
88

পিয়ালী দাস,বীরভূমঃ

সরকারি প্রকল্প থেকে কাটমানি নেতাদের পকেটে চলে যাওয়ায় দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষ ক্ষোভে ফুসছিল, মুখ্যমন্ত্রীর ঘোষণা মানুষের ক্ষোভের আগুনে ঘি এর কাজ করলো।কাটমানি ফেরত চাই,ফেরত দাও কমিশন,কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতাকে ঘিরে ধরে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা।ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়ায়।

Demonstration for demand of return cut money
অভিযুক্ত কাউন্সিলর।ছবিঃ প্রতিবেদক

সাঁইথিয়ার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা সরকারি প্রকল্পে বাড়ি তৈরির টাকা থেকে কাটমানি খেয়েছে বলে অভিযোগ।তাঁকে ঘিরে ধরে এদিন বিক্ষোভ দেখায় এলাকাবাসী।

প্রসঙ্গত,মঙ্গলবার নজরুল মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, দলের কোনও নেতা যদি কাটমানি নেন,তাহলে বরদাস্ত করবেন না তিনি। যাঁর দিকে অভিযোগের আঙুল উঠবে, তাঁকে রেয়াত করা হবে না।তিনি বলেন, “কোনও প্রকল্প থেকে কাটমানি খাওয়া চলবে না৷ কেন সরকারি প্রকল্প থেকে ২০ শতাংশ কেটে নেওয়া হবে? বাংলার আবাস প্রকল্প থেকে ২৫ হাজার কাটমানি নিতে হবে? সমব্যথী প্রকল্পের ২ হাজার থেকেও ২০০ টাকা নিতে হবে? এই সব করবেন না৷ যারা নিয়েছেন, ফিরিয়ে দিন৷

মানিক দাস, হাসু দাস, জ্যোতির্ময় দাস, এনারা দাবী করেন,সরকারী প্রকল্পে বিভিন্ন টাকা পাইয়ে দেবার নাম করে কমিশন নিয়েছে দশ নং ওয়ার্ডের তৃনমুল কংগ্রেসের কাউন্সিলর।

আরও পড়ুনঃ স্নাতক স্তরে সাঁওতালি মাধ্যমে পঠনপাঠনের দাবিতে ডেপুটেশন

তবে সব অভিযোগ নস্যাৎ করে অভিযুক্ত কাউন্সিলর জানান সরকারি প্রকল্পের আওতায় মানুষ যে টাকা পেয়ে থাকেন তার থেকে তিনি কখনোই কোন কমিশন নেননি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here