মনিরুল হক, কোচবিহারঃ
পাঁচ দফা দাবী আদায়ের লক্ষ্যেকে সামনে রেখে সমভাবাপন্ন দুই সংগঠন এক হয়ে মাঠে নামল। দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন ও কানতাপুরি পোগ্রেসিপ পার্টি সম্প্রতি গঠন করে ভুমিপুত্র ঐক্য মঞ্চ। বুধবার কোচবিহারে ৫ দফা দাবির ভিত্তিতে বিক্ষোভ দেখায় সাগরদিঘী পাড় চত্বরে। একি সাথে জেলাশাসকের উদ্দেশ্যে স্মারকপত্র দেয় তারা।
১৯৪৮ সালের ২৮ অগাস্ট কোচবিহার ভারত ভুক্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এই দিনটিকে মনে রেখে ভূমি পুত্র ঐক্য মঞ্চ ফের পৃথক রাজ্যের দাবী তোলেন। তাদের অভিযোগ ভারত ভুক্তি চুক্তি সঠিক ভাবে রূপায়ন হয়নি জোর করে কোচবিহারকে জেলায় পরিণত করা হয়েছে।
আন্দোলনকারীদের পক্ষে বংশীবদন বর্মণ জানান, “ভারত ভুক্তি চুক্তি অনুযায়ী কোচবিহার আলাদা রাজ্য ঘোষিত হোক। এছাড়াও ১৯৭১ সালকে ভিত্তি করে এন আর সির দাবী করছি আমরা। আমরা চাই কোচবিহার দেবত্র ট্রাস্ট বোর্ডের পরিচালন সমিতিতে ভুমিপুত্রদের মানত্যা দিতে হবে। ”
আরও পড়ুনঃ অবৈধ টোটো বন্ধের দাবিতে অটো চালক ইউনিয়নের বিক্ষোভ
এদিনের এই কর্মসূচীকে ঘিরে কোচবিহার শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এদিন সাগর দিঘী পার চত্বর ছিল পুলিশে পুলিশে ছয়লাফ।
কেপিপি নেতা অতুল রায় বলেন,“আমরা আমাদের দাবীকে আরও জোরদার করতে দুটি সংগঠন কাছাকাছি এসেছি তৈরি হয়েছে ভুমিপুত্র ঐক্য মঞ্চ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584