বেআইনি টাকা আদায়,বিদ্যুৎ দফতরে বিক্ষোভ অ্যাবেকার

0
47

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

Demonstration of abekar | newsfront.co
বিক্ষোভ।নিজস্ব চিত্র

আলিপুরদুয়ার জেলা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে রসিদ ছাড়াই ১০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে।এই অভিযোগে অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স এসোসিয়েশনের পক্ষ থেকে বুধবার আলিপুরদুয়ার বিভাগীয় বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ দেখান হয়। এদিন প্রায় ১ ঘন্টা মাইক নিয়ে বিক্ষোভ দেখান বিদ্যুৎ গ্রাহকরা।

বিক্ষোভ শেষে আলিপুরদুয়ার বিদ্যুৎ দফতরের আধিকারিকদের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।

বিক্ষোভ চলাকালীন অনেক গ্রাহক একই অভিযোগ করেন।

আরও পড়ুনঃ এসএফআই-এবিভিপি সংঘর্ষে আহত ২

তবে ঘটনা শুনে তাজ্জব বিদ্যুৎ দপ্তরের আলিপুরদুয়ার রিজিওনের রিজিওনাল ম্যানেজার।তিনি বলেন, “রসিদ ছাড়া কোনভাবেই টাকা আদায় করা যায় না। যে কোন কারনেই হোক রসিদ দিয়ে টাকা আদায় করতে হবে।আমাদের কাছে লিখিত অভিযোগ জমা পড়লে আমরা তদন্ত করে ব্যাবস্থা গ্রহন করব।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here