মনিরুল হক, কোচবিহারঃ
বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এরই প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি কর্মীরা। বৃহস্পতিবার কোচবিহার ১নং ব্লকের ধলুয়াবাড়িতে এই অবরোধ করে তাঁরা। এদিন তাঁরা ওই পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর জিন্নাদুল রহমান নামে এক বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এরপর পেরিয়ে গেছে তিনদিন, তবুও অধরা অভিযুক্তরা। পুলিশ প্রশাসনকে বারবার জানানো সত্বেও কোনও সর্দথক ভূমিকা নেননি তাঁরা। এরই প্রতিবাদে এদিন পথ অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় বিজেপি কর্মীরা।
আরও পড়ুনঃ বিজেপি কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র পটাশপুর
এবিষয়ে স্থানীয় বিজেপি নেতা ভগিরাম প্রামানিক বলেন, তৃণমূল কোচবিহার জেলা জুড়ে সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে। এর থেকে বাদ যায়নি ধলুয়াবাড়িও। গত ১৬ সেপ্টেম্বর জিন্নাদুল রহমান নামে আমাদের এক কর্মীকে বেধড়ক মারধোর করে তৃণমূল কর্মীরা। তিনদিন হয়ে গেলেও পুলিশ কোনও ভূমিকা নিচ্ছে না। প্রশাসন যদি অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584