মনিরুল হক,কোচবিহারঃ
ফের রবীন্দ্র নাথ ঘোষের গাড়ি আটকে বিক্ষোভ বিজেপি কর্মীদের। ঘটনাটি ঘটেছে কোচবিহার ১ নং ব্লকের ধলুয়াবাড়ি বিডিও অফিস সংলগ্ন এলাকায়। ওই ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। যদিও ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায় নি। পরে পুলিশ এসে বিজেপি কর্মীদের সরিয়ে দিলেও বিজেপি কর্মীরা পথ আটকে রেখেছে বলে জানা গেছে।
জানা গেছে ওই ঘটনায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ সেখানে আটকে রয়েছে।
আজ তৃণমূল কংগ্রেসের জনসংযোগ যাত্রা ছিল ৪ নং বাজার এলাকায়। সেই জনসংযোগ যাত্রায় যোগ দেওয়ার জন্য চার নং বাজারে যাচ্ছে। সেই সময় বিডিও অফিসের সামনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের গাড়ি আটকে বিক্ষোভ দেখেন বিজেপি কর্মীরা। ওই ঘটনায় পর পুলিশ গিয়ে বিজেপি কর্মীদের সরিয়ে দেন।
ওই ঘটনার পর ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় বিডিও অফিস সংলগ্ন এলাকায়।
আরও পড়ুনঃ রাজ্য সরকারের দূর্নীতির বিরুদ্ধে ব্লক স্তরে বিজেপির ডেপুটেশন
এবিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, বিজেপি কর্মীরা নোংরা রাজনীতি করছে। তাদের রাজনীতিতে স্বচ্ছতা নিয়ে আসা দরকার। আমরা সিপি আই এমের সময়েও রাজনীতি করেছি। এদের মতো এতটা নোংরা ছিল না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584