ভুল তথ্যে ‘নির্মল’ ঘোষণা, জামালদহে বিক্ষোভ বিজেপির

0
189

মনিরুল হক,কোচবিহারঃ

jamaldaha panchayat | newsfront.co
নিজস্ব চিত্র

রাজ্য সরকারের নির্মল বাংলা প্রকল্প নিয়েও প্রশ্ন তুলল বিজেপি।তাদের অভিযোগ নির্মল বাংলা প্রকল্পের তথ্য ভুল দিয়ে বিভিন্ন গ্রামকে নির্মল ঘোষণা করা হয়েছে।

এই নিয়ে মেখলিগঞ্জের জামালদহ গ্রামে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। একই সাথে জামালদহ গ্রাম পঞ্চায়েত প্রধানকে স্মারকপত্রও দেয় তাঁরা।

deputation | newsfront.co
ডেপুটেশন।নিজস্ব চিত্র

বিজেপি নেতৃত্বের অভিযোগ, জামালদহ এলাকা কোনও ভাবেই নির্মল নয়।এখানে এখনও খোলা মাঠে শৌচকর্ম হয়ে থাকে।এলাকা নির্মল হয়নি অথচ গোটা গ্রামকে নির্মল বলে ঘোষণা করা হয়েছে।কেন গ্রাম জুড়ে নির্মল বাংলা লেখা থাকবে এনিয়ে প্রশ্ন তুলে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় তাঁরা।

তাদের অভিযোগ,কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত প্রকল্পের আদলে যে নির্মল বাংলা রাজ্য সরকার ঘোষণা করেছে তা সম্পূর্ন ব্যর্থ।ভুল ও মিথ্যা তথ্য সাজিয়ে বিভিন্ন গ্রামকে নির্মল ঘোষণা করা হয়েছে। বিজেপির দাবি যেহেতু জামালদহ গ্রামটি নির্মল নয় তাই এখান থেকে সব নির্মল বাংলা লেখা মুছে দিতে হবে।

আরও পড়ুনঃ পাঁশকুড়ায় পিস্তল সহ গ্রেফতার এক বিজেপি কর্মী

এ বিষয়ে জামালদহ গ্রাম পঞ্চায়েত প্রধান গীতা রায় বলেন,”বিডিও অফিস থেকে নির্মল বাংলা লেখার সরকারী নির্দেশ আসায় আমরা তা লিখেছি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here