শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
বালুরঘাট পুরসভার দ্রুত নির্বাচনের দাবি সহ একাধিক দাবিতে বিক্ষোভ দেখাল বিজেপি।
পাশাপাশি বিগত পুর বোর্ডের কাউন্সিলরদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগের তদন্তের দাবিও জানায় তারা।
এদিন দুপুরে বিজেপি সমর্থকরা পুরসভা নির্বাচনের দাবি সহ মোট ১১ দফা দাবি নিয়ে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি পালন করে।বালুরঘাট পুরসভায় এদিনের বিক্ষোভ ও ডেপুটেশনে নেতৃত্ব দেন বিজেপি জেলা সম্পাদক বাপি সরকার।
উল্লেখ্য, বিগত প্রায় আট মাস আগে বালুরঘাট পুরসভার বোর্ড এর মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বালুরঘাট মহকুমা শাসক পুরসভার প্রশাসক এর দায়িত্ব নেন।
বিজেপি জেলা সম্পাদক বাপি সরকার জানান,পুরসভা নির্বাচন না হওয়ায় এবং পুরসভার জনপ্রতিনিধি না থাকায় চরম সমস্যায় পড়েছেন বালুরঘাটের নাগরিক।
আরও পড়ুনঃ তুফানগঞ্জে সুব্রতকে বিক্ষোভ প্রদর্শন বিজেপির,লাঠিচার্জ
এর ফলে বিভিন্ন পরিষেবায় বিঘ্ন ঘটছে। তাই দ্রুত নির্বাচন দাবি করেন। পাশাপাশি আবাস যোজনার দুর্নীতি ও কাটমানিতে অভিযুক্তদের তদন্তের দাবি জানান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584