সুদীপ পাল, বর্ধমানঃ
দুর্গাপুরের ৪ নম্বর বরো কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখাল সিপিএম। কাটমানি ফেরত, কর্মসংস্থান, শিল্প গড়া প্রভৃতি একাধিক দাবি নিয়ে কার্যালয় ঘেরাও করে সিপিএম। বেশ কিছু দাবি নিয়ে সিপিএমের দুর্গাপুর পূর্ব ২ অঞ্চল কমিটির তরফ থেকে কয়েকদিন ধরে বিভিন্ন ওয়ার্ডে মিছিল করা হচ্ছিল।
দাবির মধ্যে রয়েছে, সকলের জন্য ডিজিটাল রেশন কার্ড, রাস্তা সংস্কার, নর্দমা সংস্কার-সহ দীর্ঘদিন ধরে বসবাসকারীদের পাট্টা দেওয়া।
আরও পড়ুনঃ তৃণমূল পঞ্চায়েতের সদস্যকে ভোজালি দিয়ে আক্রমন অপর সদস্যের
সম্প্রতি বরো চেয়ারম্যান তথা তৃণমূল কাউন্সিলর চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বরো কার্যালয় থেকে সরাসরি ফোনের মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা সমাধানের কর্মসূচি নিয়েছেন। এদিন কার্যালয়ে এসে সিপিএম নেতা কর্মীরা তাঁর দেখা না পেয়ে পোস্টার সেঁটে দেন। সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার বলেন, ২৩ সেপ্টেম্বর পুরসভায় বিক্ষোভ দেখানো হবে। যদিও সিপিএমের এই কার্যালয় ঘেরাও এবং বিক্ষোভ দেখানোতে বিশেষ কোনো প্রতিক্রিয়া দেননি চন্দ্রশেখরবাবু। তিনি বলেন, সাধারণ মানুষের সমস্যা সমাধানই তাঁদের কাজ। সিপিএম কি বলল তাতে কিছু যায় আসে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584