নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

উচ্ছেদের প্রতিবাদে ডুয়ার্স কন্যা সামনে বিক্ষোভে সামিল কয়েকহাজার বনবস্তি বাসিন্দারা।

ভোট শেষ হতেই দেশ জুড়ে বনবস্তিবাসীদের উচ্ছেদ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ প্রত্যাহারের দাবিতে সোমবার আলিপুরদুয়ারে বনবস্তিবাসীদের সংগঠন উত্তরবঙ্গ বনজন শ্রমজীবী মঞ্চের উদ্যোগে এক মহা মিছিল হল।

জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যার সামনে জমায়েত হয়ে উচ্ছেদের প্রতিবাদে বন বস্তির বাসিন্দারা বিক্ষোভ সমাবেশ করেন।এদিন আলিপুরদুয়ার চৌপথি থেকে এদিন মিছিল করে ডুয়ার্স কন্যা সামনে জমায়েত হন বনবস্তি বাসিন্দারা।
আরও পড়ুনঃ বিজেপির প্রচার সভায় হামলার অভিযোগ

উত্তরবঙ্গ বনজন শ্রমজীবী মঞ্চের আহ্বায়ক লাল সিং ভূজেল জানান,যে গত ১০ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট আদেশ করেছে যাদের পাট্টা নেই সেই সমস্ত বনবস্তি বাসিন্দাদের ১২ জুলাই মধ্যে সরিয়ে দিতে হবে বনবস্তি থেকে এতে আতঙ্কিত দীর্ঘদিন থেকে বনবস্তিতে বসবাসরত বনবস্তি বাসিন্দারা আতঙ্কিত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584