চাঁদার জুলুম রাস্তা আটকে বিক্ষোভ লরি চালকদের

0
44

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

demonstration of lorry driver for protests against Oppression of collection | newsfront.co
চাঁদার জুলুম বাজিতে আক্রান্ত গাড়ি। নিজস্ব চিত্র

শুক্রবার চাঁদার জুলুমের প্রতিবাদে ৫নং রাজ্য সড়ক অবরোধ করলেন লরি চালকরা। এদিন রিলায়েন্স কোম্পানির তেল বোঝাই গাড়ি যাচ্ছিল। সেই গাড়ি গুলিকে ৫৫১ টাকা করে চাঁদা কেটে ছিল বলে অভিযোগ গাড়ি চালকদের।গাড়ির চালকরা বলেন,‘আমরা মাল খালি করে ঝাড়গ্রাম শহরের ভিতর দিয়ে যাচ্ছিলাম। ঠিক তখনই পুজো কমিটির পক্ষ থেকে ৫৫১ টাকা চাঁদা চাইছিল। আমরা তাও ৫১ টাকা চাঁদা দিচ্ছিলাম। সেই টাকা না নিয়ে আমাদেরকে বেধড়ক মারধর করা হয়। গাড়ির কাঁচও ভেঙে দেয়। মারধরের পর রশিদও নিয়ে পালিয়ে যায় যুবকরা। সে জন্যই আমরা রাজ্য সড়কের মাঝে গাড়ি রেখে অবরোধ করি।’

demonstration of lorry driver for protests against Oppression of collection | newsfront.co
অবরোধ। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ নিম্নমানের খাবার, থালা বাটি হাতে বিক্ষোভ বিশ্বভারতীর পড়ুয়াদের

ঘটনার পর ঝাড়গ্রাম থানার আইসির নেতৃত্বে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। জেলা পুলিশ সুত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে অভিযুক্ত যুবকদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here