মনিরুল হক,কোচবিহারঃ
দীর্ঘ কয়েকমাস ধরে পাওয়া যাচ্ছে না বেতন। অবিলম্বে বকেয়া বেতন প্রদানের দাবিতে কোচবিহারের জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখাল কোচবিহার জেলার নিশ্চয় যানের চালকেরা।শুক্রবার জেলাশাসকের দপ্তরের সামনে তাদের এই বিক্ষোভকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।আন্দোলনকারীদের অভিযোগ দীর্ঘ ১০ মাস ধরে মিলছে না বেতন। এই অবস্থায় দাড়িয়ে বেতন বকেয়া থাকা সত্ত্বেও রোগীদের পরিষেবা দিয়ে যাচ্ছেন তাঁরা।এদিনের এই বিক্ষোভ চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন নিশ্চয় যান চালক সংগঠনের সভাপতি রাকেশ হোসেন,আবেদ আলী মিয়া,উজ্জ্বল সাহা সহ জেলার বিভিন্ন প্রান্তের নিশ্চয়যান চালকরা। তাদের অভিযোগ,প্রায় দশ মাস হয়ে গেলেও এখনো মেলেনি কোনো বেতন।তার মধ্যেও পরিষেবা চালিয়ে যেতে হচ্ছে তাদের।নিশ্চয় যান চালক আবেদ আলী মিয়া বলেন, “সাধারণ মানুষের কথা মাথায় রেখে আমরা পরিষেবা বন্ধ করে দিতে চাইচ্ছিনা।বেতন বকেয়া থাকা সত্ত্বেও আমরা পরিষেবা চালিয়ে যাচ্ছি।যদি পরিষেবা বন্ধ করি তাহলে মা ও শিশুর মৃত্যুর হার ক্রমশ বেড়ে যাবে।আমরাও চাইনা এটা হোক।আমাদের দেওয়ানহাট বিপি এইচ সির অধীনে প্রায় ২৫ লক্ষ টাকার মতো বকেয়া রয়েছে।এর আগেও এরকম সমস্যার সৃষ্টি হয়েছিল।পড়ে সমস্যার সমাধান হয়ে গেছে।আমাদের দাবি দ্রুত এই বকেয়া বেতন প্রদান করা হোক।”
আরও পড়ুনঃ হাসপাতালে অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ,সমস্যায় রুগী ও তার পরিজনেরা
এদিকে নিশ্চয় যান চালক সংগঠন সূত্রে জানা গেছে, কোচবিহার জেলায় প্রায় ১১০টি নিশ্চয় যান রয়েছে। সংগঠন নেতৃত্ব আরও জানিয়েছে, এরপরেও যদি বকেয়া অর্থ প্রদান করা না হয় তাহলে স্বাস্থ্য দপ্তরের সামনে অবস্থান কর্মসুচী পালন করাও হুমকি দেন তাঁরা।এদিকে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584