নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ তুলে চিকিৎসক নার্সদের ঘিরে বিক্ষোভ দেখাল রোগীর আত্মীয়রা। রবিবার সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনাটি ঘটে।
পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে ছুটে আসে ইংরেজবাজার থানার পুলিশ ও মেডিকেলের কর্তারা। পরিবারের লোকেদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করে। মৃতের পরিবার মেডিকেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করে।
হাসপাতাল সুত্রে জানা গিয়েছে মৃতার নাম সরস্বতী সরকার(৫৯)। বাড়ি হব্বিপুর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের কলাইবাড়ি গ্রামে। গত বৃহস্পতিবার পেটের ব্যাথা নিয়ে মেডিকেলের মাতৃমা বিভাগে ভর্তি হয়। চিকিৎসার পর চিকিৎসকেরা জানায় পেটে টিউমার রয়েছে।
পরিবারের অভিযোগ, শনিবার থেকে চিকিৎসকেরা কোন চিকিৎসা করেননি। নার্সদের পরিবারের লোকেরা বিষয়টি জানালে দুর্ব্যবহার করে। পরিবারের কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না।
আরও পড়ুনঃ প্রেসক্রিপশনে অপচিকিৎসার নিদান সরকারি হাসপাতালের চিকিৎসকের
রবিবার সকালে জোর করে পরিবারের লোকেরা ভিতরে ঢুকলে চিকিৎসকে জানায়। চিকিৎসক একটি ইনজেকশন দেয়। তার প্রায় ১০ মিনিটের মধ্যে মারা যান মহিলা। এর: পরেই ক্ষোভ প্রকাশ করে পরিবারের লোকেরা।
চিকিৎসক নার্সদের ঘিরে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ ও মেডিকেলের কর্তারা।
পরিস্থিতি স্বাভাবিক করে। মেডিকেলের ডেপুটি সুপার তাপস কুমার দে বলেন, একটি অভিযোগ হয়েছে। মেডিকেলের পক্ষ থেকে একটি তদন্ত টিম তৈরী করে তদন্ত করা হবে। মৃতার ছেলে তপন সরকার বলেন, আমরা মেডিকেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছি। ইংরেজবাজার থানায় অভিযোগ জানাব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584