নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
ডোমকল থানার অন্তর্গত রায়পুর হাইস্কুলে(উঃমাঃ) নিম্ন মানের নির্মান সামগ্রী দিয়ে গৃহ নির্মানের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিল স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে যে,অতিরিক্ত দুটি শ্রেণীকক্ষ নির্মানের কাজ চলছিল বিদ্যালয়ে সেখানে নিম্ন মানের ইঁট বালি পাথর দিয়ে গৃহ নির্মান হচ্ছে বলে দাবি করে স্থানীয়রা।তার এ বিষয়ে কর্মরত নির্মান মিস্ত্রীকে বলতে গেলে।নির্মান মিস্ত্রি তাদের প্রশ্ন করার অধিকার বিষয়ে জিজ্ঞেস করে।এমনকি তাদের এ কথাও জানায় যে কাজ সাময়িক বন্ধ হলেও এই নির্মান সামগ্রী দিয়েই আবার কাজ শুরু হবে।এতে ক্ষিপ্ত স্থানীয়রা কাজ বন্ধ করে।
স্থানীয় বাসিন্দা মোশারফ আলি মন্ডল জানায় যে,স্কুলের গৃহ নির্মান হচ্ছে তা এতো নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে তাই আমরা কাজ করে দিয়েছি।
আরও পড়ুনঃ টাকা দিয়েও বাড়ি হয়নি,বিক্ষোভ দেখে চম্পট অভিযুক্ত তিন নেতা
এবিষয়ে প্রধান নির্মান মিস্ত্রী সইফুল সেখ কোন মতামত দিতে রাজি হয় নি।বরাদ্দ ১৯ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত এই গৃহ নির্মানের ঠিকাদার সংস্থার কর্নধার গৌতম মন্ডলের সঙ্গেও যোগাযোগ করা যায় নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584