নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
এবার কাটমানি নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ জমা পড়ল আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ারের পুলিশ সুপারের নির্দেশের ভিত্তিতে ভুটান থেকে আসা ডলোমাইট বোঝাই গাড়ি থেকে কাটমানি নেওয়ার অভিযোগ তুলল বীরপাড়া ট্রাক ওনার্স এসোসিয়েশন।ট্রাক পিছু ১২৫ টাকা করে কাটমানি তোলার অভিযোগ তুললেন ট্রাক মালিকরা।
মঙ্গলবার বীরপাড়া থানাতে আদায় হওয়া সব কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন ট্রাক মালিকরা। লিখিতভাবে এই অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী,উত্তরবঙ্গ পুলিশের আইজি আনন্দ কুমার,আলিপুরদুয়ারের জেলাশাসক ও জেলার পুলিশ সুপারের কাছে জমা দিয়েছে বীরপাড়া ট্রাক ওনার্স এসোসিয়েশন।
এসোসিয়েশনের সম্পাদক উৎপল কুমার রায় বলেন, “ ১৮ জুন থেকে এই টাকা আদায় শুরু হয়েছে।পুলিশ সুপারের নির্দেশেই এই টাকা আদায় হচ্ছে।ভুটান থেকে প্রতিদিন ডলোমাইট বোঝাই হয়ে ৫০০ ট্রাক বীরপাড়ায় আসে।প্রতি ট্রাক তিন থেকে চারবার যাতায়াত করে। একবার যাতায়াতের জন্য পুলিশকে ১২৫ টাকা দিতে হয়।পুলিশ সুপারের অফিসের নির্দেশের কারনেই এই টাকা আদায় হচ্ছে।সেই কারনে এই টাকা আমাদের ফেরত দিতে হবে।নাহলে ভবিষ্যতে গোটা রাজ্যজুড়ে এই কাটমানি ফেরতের দাবিতে আন্দোলন করা হবে।”
আরও পড়ুনঃ আন্দোলনে লাঠিচার্জ, প্রতিবাদে ডায়মন্ড হারবারে অবরোধ
বিষয়টি নিয়ে আলিপুরদুয়ারের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী বলেন,“যে কেউ যে কোন অভিযোগ করতেই পারেন। তবে নির্দিষ্ট করে অভিযোগ পেলে আমরা ব্যবস্থা গ্রহন করব।তবে আমরা ওই পথে নজরদারি শুরু করেছি। মোটর ভেইকেল দপ্তরকে সঙ্গে নিয়ে অভিযান চালানো শুরু হয়েছে।কেউ কোনভাবেই টাকা আদায় করতে পারবেন না।আমরা সেই ব্যবস্থা করছি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584