নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
ভাঙরের পর এবার পাওয়ার গ্রিডের কাজকে ঘিরে বিক্ষোভ দেখাল গড়বেতা থানার সায়নাড়া গ্রামের বাসিন্দারা । সবুজায়ন ধ্বংস করে এই প্রকল্প করতে দেওয়া যাবে না, মূলত এই দাবিকে হাতিয়ার করেই শুক্রবার প্রতিবাদ জানায় এলাকার মানুষ ।প্রকল্প বাস্তবায়িত হলে পরিবেশের ক্ষতি হবে বলে দাবি করে এদিন পথ অবরোধ করে তারা ।
বিক্ষোভকারীদের অভিযোগ , যেখানে সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে পরিবেশ বাঁচাও বিজ্ঞাপন দিচ্ছে সেখানে ২৫ একর জায়গার গাছ-গাছালী , ফলের বাগান ধ্বংস করে চলছে সরকারি প্রকল্পের নির্মাণ ।
আরও পড়ুনঃ তৃণমূল নেতার বাড়িতে বোমা ছোঁড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
তাই এদিন সবুজ বাঁচানোর দাবি জানিয়ে আন্দোলনে সামিল হয় এলাকাবাসী । সমস্যা সমাধানে জেলাশাসক হতক্ষেপ না করা পর্যন্ত অবরোধ কর্মসূচী চালিয়ে যাবার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584