কাটমানি ফেরতের দাবীতে বিক্ষোভ

0
35

সুদীপ পাল,বর্ধমানঃ

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের সভায় ঘোষণা করেছিলেন নেতারা যে কাটমানি নিয়েছেন তা ফেরত দিতে হবে। কাটমানি ফেরত দেওয়াকে কেন্দ্র করে রাজ্য যখন উত্তাল তখন দুর্গাপুরও বাদ গেল না। নেতার বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় মানুষ।

Demonstration On demand of cut money
ছবিঃ প্রতিবেদক

দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রতাপপুর গ্রামের ঘটনা। সরকারি প্রকল্পের বাড়ি পাইয়ে দিতে তৃণমূল কংগ্রেস নেতা রবিলাল মন্ডল টাকা নিয়েছেন।টাকার পরিমান চার হাজার থেকে চল্লিশ হাজারেরও বেশি৷

বাসিন্দাদের অভিযোগ,বেশি পরিমাণ টাকা নেওয়ার ফলে বাড়িগুলি সম্পূর্ণ করা যায়নি। বারবার নেতার কাছে আবেদন করেও কোনো সুরাহা হয়নি।স্থানীয় মানুষের বিক্ষোভ আঁচ করতে পেরেই এলাকাছাড়া রবিবাবু।

আরও পড়ুনঃ প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে থানায় কাটমানির অভিযোগ বাসিন্দাদের

প্রতাপপুরের সভাপতি অশোক কুমার গোস্বামী অবশ্য রবিবাবুর পাশে দাঁড়িয়েছেন।কাটমানি নেওয়ার কোন প্রশ্নই নেই বলে তিনি জানান।রবিবাবুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন স্থানীয়রা বলে তিনি জানান।বিজেপি ও সিপিএম কর্মীদের পরিকল্পিত চক্রান্ত বলেই উল্লেখ করছেন তৃণমূল কর্মী সমর্থকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here