মনিরুল হক,কোচবিহারঃ
কোচবিহারে এসে ফের বিক্ষোভে মুখে পড়লেন রাজ্য তৃণমূল কংগ্রেসে সভাপতি সুব্রত বক্সী। মঙ্গলবার জেলার তুফানগঞ্জ শহরের কমিউনিটি হলে একটি দলীয় কর্মসূচীতে অংশ নিতে যাওয়ার সময় তাকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। তাকে উদ্দেশ্য করে ‘গো-ব্যাক’ ধ্বনি তোলে বিজেপি কর্মী সমর্থকরা। পাশাপাশি চলে জয় শ্রী রামের স্লোগান।এই ঘটনায় উত্তেজনা ছড়ায় তুফানগঞ্জ শহরে। ওই ঘটনায় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজেপির স্থানীয় নেতৃত্বের অভিযোগ,আন্দোলন কারীদের হঠাৎ পুলিশ লাঠি চার্জ করেছে। এই অভিযোগে বিজেপির পক্ষ থেকে তুফানগঞ্জ থানা ঘেরাও করা হয়।
কোচবিহার শহর থেকে তুফানগঞ্জ শহরে যাওয়ার পথে বিভিন্ন জায়গায় তাকে কালো পতাকা দেখান হয়। এদিন সুব্রত বাবুর সাথে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তাকে উদ্দেশ্য করে বিক্ষোভ কারিরা স্লোগান তুলে। যদিও কমিউনিটি হলে নির্দিষ্ট কর্মী সভা শেষ পর্যন্ত হয়েছে।
২১ জুলাই তৃণমূলের শহীদ দিবসে কর্মীদের আমন্ত্রন জানাতে জেলায় জেলায় ঘুরছেন তৃণমূল নেতৃত্বরা। তারা দলীয় বৈঠক সভাও করছেন বিভিন্ন এলাকায়। এই লক্ষ্যে গত ২৪-২৫ জুন মাথাভাঙ্গার শীতলখুঁচি ও মেখলিগঞ্জ শহরে সভা ছিল। সেই সময়ও শীতলখুঁচি যাওয়ার পথ জটামারি এলাকায় বিক্ষোভের মুখে পড়ে সভা না করে বিক্ষোভের মুখে পড়ে ফিরে আসতে হয় সুব্রত বাবুকে।পরের দিন মেখলিগঞ্জে যাওয়ার পথে মাথাভাঙ্গার শিকারপুরে তার গাড়ি আটকে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষরা।
ফের ১৫ দিনের মাথায় কোচবিহার জেলার তুফান গঞ্জে বিক্ষোভের মুখে পড়লেন এই রাজ্য নেতা।টানা ৩ দিনের কর্মসুচি নিয়ে কোচবিহারে আসেন তিনি। সোমবার জেলার দিনহাটা শহরে ২১ জুলাই প্রস্তুতি সভা করেন তিনি। তারপর মঙ্গলবার তুফানগঞ্জে ও কোচবিহারে শহরে সভা করেন তিনি। বুধবার মাথাভাঙ্গায় তার কর্মসূচী রয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
এদিন এবিষয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “বিজেপি নোংরামি করছেন। তারা নোংরা রাজনীতির খেলায় মেতেছেন।আমরা বহুবার ভোটে জিতেও এধরনে কুৎসিত আচরণ কখনও করি নি। মানুষ এর জবাব দেব।”
আরও পড়ুনঃ আন্দোলনে লাঠি চার্জ,ধিক্কার জলঙ্গীতে
যদিও বিজেপি কোচবিহার জেলা সভা নেত্রী মালতি রাভা বলেন,“তৃণমূল নেতাদের প্রতি জনরোষ হয়েছে।সাধারন মানুষ চাইছে না তৃণমূল নেতারা এলাকায় আসুক। কারণ এরা শান্ত কোচবিহারকে ফের অশান্ত করতে চাইছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584